ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান (Mohun Bagan) কি সিনিয়র দল নামাবে? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডুরান্ড কাপে (Durand Cup) ১২ আগস্ট ডার্বি ম্যাচে নামার কথা মোহনবাগান-ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal)। সেই ম্যাচে রিজার্ভ দল নিয়েই নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এমনটাই ইঙ্গিত পাওয়া গেল ক্লাব সচিব দেবাশিস দত্তের কথায়।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা সেরা দলই নামাবো ডুরান্ড কাপে। ম্যাচের দিন, যারা সেই ম্যাচের জন্য ফিট তাদেরকেই নামানো হবে।‘ যদিও দেবাশিস পরে আরও যোগ করেন, ‘১ আগস্ট থেকে সিনিয়র দল অনুশীলন শুরু করলে এত কম সময়ের মধ্যে তাদের ম্যাচ ফিট করা সম্ভব হবে বলে মনে হয় না।‘ আসলে ১৫ আগস্ট এএফসি কাপে খেলতে হবে। শোনা গিয়েছিল, তার আগে ১২ আগস্ট ডার্বিতে তাই রিজার্ভ দল নামানোর সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। দেবাশিস দত্তের বক্তব্য থেকে পরিষ্কার, তাঁরা রিজার্ভ দলই নামাতে চাইছেন।
দেবাশিস আরও বলেন, ‘আমাদের দলে কয়েকজন সিনিয়র ফুটবলারও থাকতে পারে। তবে সেটা পুরোপুরি কোচের ওপর নির্ভর করছে। তিনি যেমন বলবেন সেভাবে দল সাজানো হবে।‘
এএফসি কাপের গুরুত্ব অনেক বেশি। সেটাই আসলে বুঝিয়ে দিতে চাইছেন মোহনবাগান কর্তা। তিনি বলেন, ‘ডার্বি খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে এএফসি কাপের কথাও। কারণ, ভারতের কোনও ক্লাব আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করতে পারলে্ নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও ফুটবলের প্রতি আকর্ষিত হবে। যা খুবই দরকার।‘
এক্ষেত্রে ক্রিকেটের উদাহরণও টেনে এনেছেন দেবাশিস। তিনি বলেন, ‘রঞ্জি ট্রফি হয় আমাদের এখানে, কত মানুষ দেখতে যান? ঠিক একইভাবে, দেখুন, ভারতীয় দল পরপর তিনটে টুর্নামেন্ট জিতেছে। কত মানুষ দেখতে এসেছিলেন এই ম্যাচ। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য দরকার।’
রিজার্ভ দল নিয়েই কলকাতা লিগে টানা তিন ম্যাচ জিতেছে মোহনবাগান। দলের এই পারফরম্যান্সে বেশ খুশি দলের কর্তা। এই দল থেকে মূল দলের জন্য ৫-৬ জন ফুটবলার তৈরি করাই লক্ষ্য তাঁদের। এমনটাই জানিয়ে দিয়েছেন দেবাশিস।