শনিবার মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby) খেলতে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। তবে শনিবারের ডার্বিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে।
সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টি হতে পারে। প্রচুর মানুষ আজকের ম্যাচে খেলা দেখতে আসবেন। কলকাতা ডার্বিতে মোট ৬৩,৫০০ জন দর্শকের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। এই ম্যাচে ছাতা নিয়ে ঢোকা নিষেধ। ফলে বৃষ্টিতে ভিজতে না চাইলে সঙ্গে রাখুন রেনকোর্ট। রেনকোর্ট পরে স্টেডিয়ামে ঢুকতে বাধা নেই। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যেতে পারে। এই মরশুমে জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারে। তাই যারা ডার্বি দেখতে যাবেন অবশ্যই রেনকোর্ট সঙ্গে নেবেন। শুধু ছাতা নয়, পাশাপাশি আরও অনেক জিনিস নিয়েই ঢোকা যাবে না স্টেডিয়ামে।
শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ ডুরান্ড কাপের ডার্বিতে। নির্দেশিকা জারি করলো বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। দুই দলের আল্ট্রাস সমর্থকরা টিফো বানিয়ে তাক লাগিয়ে দেন। তবে এবার ডুরান্ড কাপে হয়ত তেমনটা হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ। ঢোকা যাবে না, দেশলাই, লাইটার বা বাজি নিয়েও।‘
পুলিশের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দুই দলের সমর্থকরাই। প্রিয় দলের সমর্থনে অনেকেই টিফো বা ব্যানার নিয়ে আসেন। তা এবারের না হওয়ায় ক্ষুব্ধ তাঁরা। এমনিতেই টিকিট নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল সমর্থকদের মধ্যে। আর এবার মাঠে ব্যানার নিয়ে আসতে বাধা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।
ডার্বি ম্যাচে বারেবারে উত্তপ্ত হয় কাদাপাড়া অঞ্চল। সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করার সিদ্ধান্ত নিল পুলিশ। শুধু তাই নয়, গেটের বাইরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে, সিসিটিভিও। যারা গাড়ি নিয়ে ম্যাচ দেখতে আসবেন তাদের জন্যও নির্দিষ্ট জায়গায় পার্কিং-এর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপিদের জন্যও আলাদা পার্কিং থাকছে। পুলিশের পক্ষ থেকে ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুটা সময় আগে মাঠে ঢুকে নিজেদের আসন গ্রহন করার আবেদন জানানো হয়েছে।