Advertisement

Kolkata Derby RG Kar Incident: ডার্বিতেও আরজি কর-কাণ্ড, রবিবার ইস্ট-মোহন গ্যালারিতে যা ঘটবে

খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো টিম। বাঙালির চিরকালীন ডার্বির (Kolkata Derby) রেষারেষির মধ্যেও এক হয়ে যাবেন মোহনবাগান সুপার জায়েন্ট-ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs East Bengal) ম্যাচে দু'টো টিমের সমর্থকেরা? কাল যুবভারতীর সন্ধ্যা সাতটায় ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। আরজি কর (RG Kar Incident) কান্ডে প্রতিবাদের ঝড় এ বার সবুজ মাঠেও আছড়ে পড়া শুধুই সময়ের অপক্ষা। রবিবার সন্ধেয়, ডুরান্ড (Durand Cup 2024) ডার্বিতে গ্যালারি জুড়ে উঠবে আওয়াজ, 'দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর (Justice For RG Kar)।' সেই আওয়াজে সামিল হবেন হাজার-হাজার মহিলা।

কলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2024,
  • अपडेटेड 1:40 PM IST

খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো টিম। বাঙালির চিরকালীন ডার্বির (Kolkata Derby) রেষারেষির মধ্যেও এক হয়ে যাবেন মোহনবাগান সুপার জায়েন্ট-ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant vs East Bengal) ম্যাচে দু'টো টিমের সমর্থকেরা? কাল যুবভারতীর সন্ধ্যা সাতটায় ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। আরজি কর (RG Kar Incident) কান্ডে প্রতিবাদের ঝড় এ বার সবুজ মাঠেও আছড়ে পড়া শুধুই সময়ের অপক্ষা। রবিবার সন্ধেয়, ডুরান্ড (Durand Cup 2024) ডার্বিতে গ্যালারি জুড়ে উঠবে আওয়াজ, 'দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর (Justice For RG Kar)।' সেই আওয়াজে সামিল হবেন হাজার-হাজার মহিলা।

এখানে নেই কোনও সবুজ-মেরুন বা লাল-হলুদ রঙ। নেই কোনও রাজনীতির রঙও। মিলেমিশে একাকার সবটা। একশো বছরে মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রচুর ম্যাচ দেখেছে কলকাতা। কিন্তু গ্যালারিতে হাতে হাত মিলিয়ে একসঙ্গে প্রতিবাদের ঝড়, এমন দৃশ্য ইতিহাস হওয়ার অপেক্ষায়। মেয়েদের রাত দখল নিয়ে ঝড় উঠেছিল গোটা দেশে। বিভিন্ন ফ্যানস ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ম্যাচের আগে নিরবতা পালনের জন্য। 

এনআরসি নিয়ে প্রতিবাদ দেখা গিয়েছিল গ্যালারিতে

বছর কয়েক আগে এনআরসির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ইস্টবেঙ্গল গ্যালারি। লেখা হয়েছিল, 'রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়'। ইডেনে খেলার সময়েও প্যালেস্তাইন যুদ্ধ বিরোধী পোস্টার দেখা গিয়েছে। কিন্তু রবিবার যা হতে চলেছে, তা সম্ভবত প্রথমবার দেখবে কলকাতা।

কিন্তু, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, টিফো-ব্যানার আটকানোর। যদি রবিবারও তেমনটা হয়? টিফো ব্যানার নিয়ে ঢুকতে না দেয় পুলিশ? যার প্রবল সম্ভাবনা রয়েছে। তাতেও কুছ পরোয়া নেই প্রতিবাদীদের। তাঁদের সাফ কথা, 'টিফো আটকাবে। গলার স্বর তো আটকাতে পারবে না। পোশাক তো খুলে নিতে পারবে না।' অনেকে দলের জার্সি ছেড়ে কালো পোশাক পরে আসার জন্য অনুরোধ জানিয়েছে বিভিন্ন ফ্যান ক্লাব।  

Advertisement

ফলে দুই গ্যালারি মিলিয়ে যুবভারতী গর্জে উঠবে রবিবার। সুবিচার নিয়ে এমন ঘটনা হয়ত প্রথমবার হতে চলেছে শহর কলকাতায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement