Advertisement

Kolkata Derby Tickets: আজ থেকেই ডার্বির টিকিট অনলাইনে, দাম কত, কীভাবে কাটবেন?

এক সপ্তাহ পরেই ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ও মোহনাবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আজ থেকেই সেই ডার্বি (Kolkata Derby Tickets) ম্যাচের টিকিট পাওয়া বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ডার্বির (Kolkata Derby) আগে ডুরান্ড কাপে দুই দলই দারুণ ছন্দে।

আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছেআইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2024,
  • अपडेटेड 12:12 PM IST

এক সপ্তাহ পরেই ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ও মোহনাবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আজ থেকেই সেই ডার্বি (Kolkata Derby Tickets) ম্যাচের টিকিট পাওয়া বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ডার্বির (Kolkata Derby) আগে ডুরান্ড কাপে দুই দলই দারুণ ছন্দে।

৬-০ গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে (Indian Airforce) হারিয়ে চমক দিয়েছে মোহনবাগান। আর ইস্টবেঙ্গল হারিয়েছে ডাউনটাউনকে। গোলপার্থক্যের বিচারে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে। দুই দলই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করেছে। আসন্ন বড় ম্যাচে মোহন-ইস্টের প্রকৃত শক্তি পরীক্ষা হতে পারে।

কখন কীভাবে কাটবেন টিকিট?
সোশ্যাল মিডিয়ায় টিকিট সম্পর্কে তথ্য জানানো হয়েছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে ১০ অগস্ট বেলা ১২টা নাগাদ। অনলাইন টিকিট রিডেম্পশনের তারিখ ১১, ১২ ও ১৩ অগস্ট। এই তিন দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট রিডেম্পশন করা যাবে। কলকাতা ময়দানের মোহনবাগান বক্স অফিস ও ইস্টবেঙ্গল বক্স অফিসে গিয়ে অনলাইন টিকিট রিডেম্পট করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচে দিন যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে কোনও টিকিট রিডিম করা যাবে না। 
 

আরও পড়ুন

দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান
ডার্বির আগে কলকাতার দুই দলই ফর্মে রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল বাগান। দুই ম্যাচে কোনও গোল হজম করেনি সবুজ মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গলও ভারতীয় বায়ুসেনা ও ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয়লাভ করেছে। দু’টি ম্যাচেই ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছে লাল হলুদ ব্রিগেড। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলই একপেশে ম্যাচ খেলে জয়ের সরণিতে রয়েছে। বড় ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন উভয় ক্লাবের ফুটবলাররা।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement