Advertisement

Kolkata Derby: ম্যাকলরেনের চোট নিয়ে চিন্তায় মোহনবাগান, ডার্বিতে খেলবেন অজি বিশ্বকাপার?

হাতে খুব বেশি সময় নেই। ১৮ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। ইস্টবেঙ্গল শিবিরের মতোই, দলের তারকা ফুটবলারদের চোট নিয়ে সমস্যায় মোহনবাগানও (Mohun Bagan)। দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তারকা বিদেশি দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। তবে সমস্যা হয়ে গিয়েছে বিশ্বকাপার জেমি ম্যাকলরেনের (Jamie Maclaren) চোট নিয়ে। 

জেমি ম্যাকলরেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2024,
  • अपडेटेड 12:13 PM IST

হাতে খুব বেশি সময় নেই। ১৮ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। ইস্টবেঙ্গল শিবিরের মতোই, দলের তারকা ফুটবলারদের চোট নিয়ে সমস্যায় মোহনবাগানও (Mohun Bagan)। দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তারকা বিদেশি দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। তবে সমস্যা হয়ে গিয়েছে বিশ্বকাপার জেমি ম্যাকলরেনের (Jamie Maclaren) চোট নিয়ে। 

ঘাড়ের চোটের কারণে বেশ কয়েকদিন অনুশীলন করতে পারছেন না দলের নতুন তারকা জেমি। শুক্রবারও তাঁকে বল পায়ে দেখা যায়নি। দলের ফিজিওর সঙ্গে কিছুক্ষণ মাঠে হেঁটে, মেডিকেল রুমে চলে যান তিনি। পাশাপাশি অনুশীলন শেষে আপুইয়া রালতে (Apuia Rate) মাঠ ছাড়ার সময়ও দেখা গেল, তাঁর ডান পায়ের কাফ মাসেলে ব্যান্ডেজের মতো বাঁধা। তাঁর চোট আদৌ গুরুতর কিনা তা এখনও জানা যায়নি। তবে ডুরান্ড ডার্বির আগে দলের এই বেশ কিছু চোট-আঘাত অবশ্যই চিন্তায় রাখবে হেড কোচ হোসে মোলিনাকে।

অন্যদিকে শুক্রবারের অনুশীলনে দেখা গেল না অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসোকে। তবে এই দুই ফুটবলার ছাড়া বাকিরা সবাই অনুশীলনে এসেছিলেন। প্রথমে ফুটবলাররা কিছুক্ষণ মেডিকেল রুমে কাটানোর পরে, জিম করেন এবং তারপরে মাঠে রিকভারি সেশনে যান। যেহেতু বৃহস্পতিবার দলের ম্যাচ ছিল, তাই শুরুতেই কঠিন অনুশীলন করালেন না মোলিনা। পরে গোটা দল বল পায়ে অনুশীলনে নামে। সেখানেই সাহাল আব্দুল সামাদ, গ্রেগ স্টুয়ার্টদের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন দিমিত্রি পেত্রাতোস। তারপরে অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় সমর্থকদের আবদারে সেলফিও তোলেন এই তারকা অজি ফুটবলার।

ডুরান্ড কাপে ভাল ছন্দে মহনবাগান

যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্টের আশা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন তারকা ফুটবলাররা। ডার্বিতে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামতে পারবে দল। আসলে মরসুমের প্রথম ডার্বি বাজেভাবে হারতে হয়েছে মোহনবাগানকে। ডুরান্ডে সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ থাকছে সবুজ-মেরুন দলের সামনে। আর তা হাতছাড়া করতে নারাজ মোলিনারা। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন দল হিসেবে ডুরান্ডে ভাল শুরু করেছে মোহনবাগান। দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছেম জেসন কামিন্সরা। তাই ডার্বি জিতে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে চাইছে মোহনবাগান।

Advertisement

ডার্বির টিকিট শনিবার থেকে
শনিবার থেকে ডার্বির টিকিট দেওয়া শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টিকিট সম্পর্কে তথ্য জানানো হয়েছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে ১০ অগস্ট বেলা ১২টা নাগাদ। অনলাইন টিকিট রিডেম্পশনের তারিখ ১১, ১২ ও ১৩ অগস্ট। এই তিন দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট রিডেম্পশন করা যাবে। কলকাতা ময়দানের মোহনবাগান বক্স অফিস ও ইস্টবেঙ্গল বক্স অফিসে গিয়ে অনলাইন টিকিট রিডেম্পট করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচে দিন যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে কোনও টিকিট রিডিম করা যাবে না। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement