Advertisement

Mohammedan Sporting: মোহনবাগানের পর বড় চমক মহামেডানের, খেলতে আসছেন তাজিক 'রোনাল্ডো'

আগামী মরসুমের জন্য তাজিকিস্তানের 'রোনাল্ডো'-কে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। রবিবার তাজিকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে দলে নেওয়ার কথা ঘোষণা করল তারা। 

নুরুদ্দিন দাভরোনোভ। ছবি সৌজন্যে- মহামেডান।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2022,
  • अपडेटेड 5:14 PM IST
  • এফসি ইস্তিকোল মিডফিল্ডার নুরুদ্দিন দাভরোনোভের সঙ্গে মহামেডানের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে।
  • আসন্ন মরসুমে ঐতিহাসিক সাদা-কালো জার্সি গায়ে মাঠে নামতে তৈরি নুরুদ্দিন।

আগামী মরসুমের আগে একের পর এক ফুটবলার নিয়ে চলেছে এটিকে মোহনবাগান। দলবদলের এই বাজারে চমক দিল মহামেডান। মহমেডানে খেলতে আসছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলার। আগামী মরসুমের জন্য তাজিকিস্তানের 'রোনাল্ডো'-কে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। রবিবার তাজিকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে দলে নেওয়ার কথা ঘোষণা করল তারা। 

দিন কয়েক আগে পল পোগবার ভাই ফ্লোরেন্টিনকে সই করিয়ে দলবদলের বাজার জমিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। তার আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ব্রেন্ডন হামিলকে নিয়েছে তারা। রবিবার মহমেডানের তরফে জানানো হয়েছে,'এফসি ইস্তিকোল মিডফিল্ডার নুরুদ্দিন দাভরোনোভের সঙ্গে মহামেডানের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে। আসন্ন মরসুমে ঐতিহাসিক সাদা-কালো জার্সি গায়ে মাঠে নামতে তৈরি নুরুদ্দিন।' বর্তমানে তিনি তাজিকিস্তানের শীর্ষ লিগের ক্লাব ইস্তিকোলের হয়ে খেলছেন। এ বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তাঁকে মাঠে দেখা গিয়েছে। গত বারও ছিলেন।

রাশিয়ার লোকোমোটিভ মস্কোর যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারের কেরিয়ার শুরু এনার্জেটিক দুশানবে ক্লাবের হয়ে। এরপর তাজিকিস্তানের শীর্ষ লিগ ছাড়াও বুলগেরিয়া এবং ইন্দোনেশিয়ার ক্লাবেও খেলেছেন দাভরোনভের।  সার্বিয়ান সুপার লিগে  স্লোবোদা উজিসের জার্সিতে খেলেছেন। ওমান প্রফেশনাল লিগে ওমান ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। ইন্দোনেশিয়ায় মাদুরাই ইউনাইটেড এবং বোর্নিও ক্লাবের হয়ে খেলেছেন তাজিক 'রোনাল্ডো'।

জাতীয় দলের জার্সিতে ২০০৭-এর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছেন দাভরোনভ। ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালেও ছিলেন। ওই ম্যাচে ভারতের কাছে হারে তাজিকিস্তান। মহমেডান শিবির থেকে খবর, শীঘ্রই কলকাতায় আসবেন নুরুদ্দিন দাভরোনোভ।

আরও পড়ুন- বাড়ির গেটের সামনে এই ৭ জিনিস রাখবেন না, লক্ষ্মী আসে না ঘরে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement