বাংলাদেশের (India vs Bangladesh T20 Series) বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে তাঁর অভিষেক হওয়া নিশ্চিত হয়ে গেলেও, অসুস্থতার কারণে শেষ মুহূর্তে হর্ষিত রানাকে (Harshit Rana) বাদ পড়তে হয়। আর তাতেই হাসি চওড়া হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের। তবে কেন ভারতীয় দলের একজন ক্রিকেটারের অভিষেক না হওয়ায় খুশিতে ভাসছেন কলকাতার ফ্যানরা?
কেন খুশি কেকেআর শিবির?
কেকেআরের খুশি হওয়ার কারণ আইপিএলের (IPL Rules) নিয়ম। মেগা নিলামের (IPL Mega Auction 2025) আগে প্রতিটি দলই বিভিন্ন হিসাবনিকাশ কষছে। হর্ষিতের এ দিন অভিষেক না হওয়ায় তিনি ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবেই থেকে গেলেন। অর্থাৎ মহা নিলামে তাঁকে ধরে রাখতে গেলে কেকেআরকে মাত্র চার কোটি খরচ করলেই চলবে। তবে একবার অভিষেক হয়ে গেলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি টাকা খরচ করতে হত। যে জিনিস দেখা গিয়েছে মায়াঙ্ক যাদব বা নীতীশ রেড্ডির ক্ষেত্রে।
কেন খেলতে পারলেন না হর্ষিত?
শনিবার ভারতের ম্যাচ শুরু হওয়ার আগেই বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ছোঁয়াচে সংক্রমণের কারণে তাঁকে এ দিন দলে নেওয়া হয়নি। তিনি দলের সঙ্গে স্টেডিয়ামেও আসেননি। শুক্রবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, 'আমরা আগামী দিনে যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। হর্ষিত রানার মতো ক্রিকেটারদের খেলানোর চেষ্টা হতে পারে। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আগে সিরিজ় জেতা। তার পর নতুনদের সুযোগ দেওয়া।'
গত মরসুমে দারুণ ছন্দে ছিলেন হর্ষিত
হর্ষিত গত মরসুমে নিয়েছেন ১৩ ম্যাচে ১৯ উইকেট। সেরা পারফরম্যান্স ২৪ রানে ৩ উইকেট। এটা তাঁর আইপিএল-এর সেরা ফর্ম। তাঁর ইকোনমি রেট ৯.০৮। এর ফলেই জাতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা সুগম হয় হর্ষিতের। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর খেলতে না পারাটা নিঃসন্দেহে দুর্ভাগ্যের। তবে এই পরিস্থিতিতে মনে মনে বেশ খুশি হয়েছেন কেকেআর সমর্থকরা।