Advertisement

Kolkata Knight Riders IPL 2023: KKR-এর বড় চমক, লিটনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার

পারিবারিক সমস্যার কারণে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছেন লিটন দাস (Litton Das)। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের জায়গায় তাই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জনসন চার্লসকে (Johnson Charles) নিতে পারে কেকেআর। আইপিএল-এ (IPL 2023) একটাই ম্যাচ খেলেছেন লিটন। তবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সেই ম্যাচে ব্যর্থ হন তিনি। এরপরেই তাঁর দেশে ফিরে যাওয়ায় সিদ্ধান্তের কথা জানা যায়।

লিটন ও চার্লস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2023,
  • अपडेटेड 3:21 PM IST
  • লিটনের পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল কেকেআর
  • ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে দলে নিল তারা

পারিবারিক সমস্যার কারণে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছেন লিটন দাস (Litton Das)। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের জায়গায় তাই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জনসন চার্লসকে (Johnson Charles) নিল কেকেআর। আইপিএল-এ (IPL 2023) একটাই ম্যাচ খেলেছেন লিটন। তবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে সেই ম্যাচে ব্যর্থ হন তিনি। এরপরেই তাঁর দেশে ফিরে যাওয়ায় সিদ্ধান্তের কথা জানা যায়।

লিটন দেশে ফিরে যাচ্ছেন সেটা অনেক আগেই জানিয়েছিল কেকেআর। এবার লিটনের বিকল্প হিসেবে জনসন চার্লসকে নিতে পারেন নীতিশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও অবধি ৪১টি টি-২০ ম্যাচ খেলেছেন জনসন চার্লস। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের অন্যতম সদস্য চার্লস আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যে ৯৭১ রান করে ফেলেছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে ২২৪টি ম্যাচ খেলে করেছেন ৫৬০০ রান। সূত্রের খবর, এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা অর্থের বিনিময়ে দলে নিচ্ছে কেকেআর। 

মাত্র একটি ম্যাচ খেলেই আইপিএলের মাঝপথে কেকেআর স্কোয়াড ছেড়ে দেশে ফিরে যান লিটন দাস। ক্রিকেটার নিজে জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি বাংলাদেশে চলে গিয়েছেন। তবে অনেকেই মনে করছেন, একটিমাত্র ম্যাচেই লিটন যা খেল দেখিয়েছেন, তাতে ওঁকে নিয়ে আশা না করাই ভালো। এদিকে, ৪মে পর্যন্ত বাংলাদেশ বোর্ডের কাছে থেকে আইপিএল খেলার নো-অবজেকশন সার্টিফিকেট ছিল লিটনের। তা শেষ হতেই বাংলাদেশি ক্রিকেটারের পরিবর্ত বেছে নিচ্ছে কেকেআর।

আইপিএলের (IPL 2023) ডু অর ডাই ম্যাচে, আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আর সেই ম্যাচ ঘিরেই চড়ছে উত্তেজনার পারদ। ফলে এখনই ঘোষণা নাও হতে পারে। 

ফ্যান্টাসি লিগে কেমন টিম বানাতে পারেন ক্রিকেটপ্রেমীরা?

Advertisement

রহমানউল্লাহ গুরবাজ, হেনরিক ক্লাসেন, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, অভিষেক শর্মা, আন্দ্রে রাসেল, আইডেন মার্করাম, হ্যারি ব্রুক, ময়াঙ্ক মারকান্দে, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার। 

অধিনায়ক হিসেবে বেছে নেওয়া যেতে পারে আন্দ্রে রাসেল কিংবা মার্করামকে। সহ-অধিনায়ক হিসেবে নেওয়া যেতে পারে রহমানউল্লাহ গুরবাজ কিংবা হ্যারি ব্রুককে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement