Advertisement

Kolkata Knight Riders: প্রায় ২৫ কোটি দিয়ে কিনেছে KKR, বহুমূল্য স্টার্ককে নিয়ে কী প্রত্যাশা? জানালেন গম্ভীর

বৃহস্পতিবার কলকাতায় পা রাখলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রচুর কলকাতা নাইট রাইডার্স সমর্থক (Kolkata Knight Riders)। অনেকেই কেঁদে ফেলছিলেন গম্ভীরকে দেখে। আসলে গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি শাহরুখ খানের (Shah Rukh Khan ) দল। মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করবেন জিজি। এমনটাই আশা ফ্যানদের। 

স্টার্ক ও গম্ভীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2024,
  • अपडेटेड 10:42 AM IST
  • স্টার্ককে নিয়ে বিরাট প্রত্যাশা
  • ২৪ কোটি টাকায় কেনা হয়েছে অজি বোলারকে

বৃহস্পতিবার কলকাতায় পা রাখলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রচুর কলকাতা নাইট রাইডার্স সমর্থক (Kolkata Knight Riders)। অনেকেই কেঁদে ফেলছিলেন গম্ভীরকে দেখে। আসলে গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি শাহরুখ খানের (Shah Rukh Khan ) দল। মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করবেন জিজি। এমনটাই আশা ফ্যানদের। 

কলকাতায় ফিরতে পেরে তিনি যে দারুণ খুশি তা আগেই জানিয়েছেন প্রাক্তন ক্যাপ্টেন। আর কলকাতা তাঁকে এখনও কতটা ভালবাসে তা বোধহয় আরও একবার টের পেলেন ভারতের প্রাক্তন ওপেনার। মুগ্ধ গম্ভীর বলেন, 'দারুণ অভ্যর্থনা পেলাম। কলকাতার ফ্যানদের আমি খুব ভালবাসি। কলকাতা আমার কাছে নিজের বাড়ির মতো। এই শহরটাকে খুব ভালবাসি। খেলার সময় এই শহর যেভাবে পাশে ছিল, আমার আশা মেন্টর হিসেবেও ওদের এভাবেই পাশে পাব।' 

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল স্টার্ককে কেকেআর ২৫ কোটি ৪৫ লক্ষ টাকায় কিনেছে। তবে এই বিরাট অঙ্কের টাকা নিয়ে প্রত্যাশার চাপ হবে না স্টার্কের। এমনটাই মত গম্ভীরের। তিনি বলেন, 'স্টার্ক একজন তারকা। দেখা যাক ও কেমন খেলে। অবশ্যই কিছু বাড়তি আশা থাকছে ওর থেকে।' তবে প্রত্যাশার চাপ নিয়ে সমস্যা হবে না জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, 'না না প্রাইস ট্যাগ কোনও সমস্যাই নয়।'

কেকেআর তারকা রিংকু সিং সহ অন্যান্য খেলোয়াড়রাও কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছিলেন। শুধুমাত্র শ্রেয়াস এখনও দলে যোগ দিতে পারেননি। কারণ, এবারের রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। সেই দলে ছিলেন কেকেআর ক্যাপ্টেন। তবে শোনা যাচ্ছে তিনি নাকি চোট পেয়েছেন। সরকারিভাবে কিছুই জানা যায়নি।  তবে কেকেআর ম্যানেজমেন্ট এখনও এ বিষয়ে কিছু পরিষ্কার করেনি। যদিও চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সদস্যদের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ফলে চোট থাকলেও তা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement