Advertisement

IPL 2024 Gautam Gambhir: আর পাঁচজন বাঙালির মতোই গম্ভীরের প্রিয় এই ২ স্ট্রিট ফুড

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে বসেছেন গৌতম গম্ভীর। তবে গম্ভীরের সঙ্গে কেকেআর-এর সম্পর্ক তো নতুন নয়। ক্রিকেটার হিসেবে শাহরুখ খানের দলকে দু'টো আইপিএল জেতানো এই ক্রিকেটার দীর্ঘদিন কলকাতায় খেলেছেন। কলকাতায় তাঁর ফেবারিট স্ট্রিট ফুড কী? এক ফ্যানের প্রশ্নে উত্তর দিলেন কেকেআর-এর মেন্টর।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2023,
  • अपडेटेड 1:43 PM IST
  • এবারে কেকেআর-এর মেন্টর হয়েছেন গম্ভীর
  • কলকাতার কোন কোন খাবার তাঁর ফেভারিট?

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে বসেছেন গৌতম গম্ভীর। তবে গম্ভীরের সঙ্গে কেকেআর-এর সম্পর্ক তো নতুন নয়। ক্রিকেটার হিসেবে শাহরুখ খানের দলকে দু'টো আইপিএল জেতানো এই ক্রিকেটার দীর্ঘদিন কলকাতায় খেলেছেন। কলকাতায় তাঁর ফেবারিট স্ট্রিট ফুড কী? এক ফ্যানের প্রশ্নে উত্তর দিলেন কেকেআর-এর মেন্টর।

কলকাতায় গম্ভীরের ফেডারিট স্ট্রিট ফুড কী?
সোশ্যাল মিডিয়ায় আস্ক জিজি তে প্রশ্ন করেছিলেন এক কেকেআর সমর্থক। তাঁর প্রশ্ন ছিল, কলকাতায় আপনার ফেবারিট খাবার কোনটা? গম্ভীর উত্তর দেন, 'ফুচকা আর রোল।' কলকাতার রাস্তায় ফুচকা যে কোনও মানুষের দারুণ ফেবারিট। ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট ডায়েটের মধ্যে থাকতে হলেও মাঝে মধ্যেই যে ফুচকা চেখে দেখতেন তিনি তা বোঝাই যাচ্ছে। পাশাপাশি কলকাতার রোলও বেশ বিখ্যাত গোটা দেশে। পাশাপাশি কেকেআর যে তাঁর কাছে আজও আবেগের জায়গা তাও এক প্রশ্নের উত্তরে পরিস্কার জানিয়ে দিয়েছেন গম্ভীর। কলকাতার আরও এক ফ্যান প্রশ্ন করেছিলেন, কলকাতার দলে ফিরতে পেরে আপনি কি উত্তেজিত? উত্তরে গম্ভীর জানান, 'সেটাই তো স্বাভাবিক। কেকেআর আমার কাছে পরিবারের মতো। আবেগের জায়গা। খুব উত্তেজিত।'

২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কিং খানের দলের হয়ে খেলেছেন গম্ভীর। সেই সময়েই তাঁর অধিনায়কত্ব ২০১২ ও ২০১৪-য় দু'বার IPL জেতে কেকেআর। তিনি দলে থাকাকালীন পাঁচবার আইপিএল-এর প্লে অফ গিয়েছে দল। পাশাপাশি ২০১৪-য় চ্যাম্পিয়ন্স ট্রফি-র যোগ্যতা অর্জন করেছিল নাইটরা। মেন্টর হিসেবে নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর জার্সিতে একটি ছবি পোস্ট করেছিলেন গম্ভীর। ২৩ নম্বর জার্সি পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর দলে ফেরা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নাইট কর্তা শাহরুখ খানও। 

 

টিমের মালিক শাহরুখ বলেন, 'গম্ভীর আমাদের পরিবারের সদস্য। ও আমাদের ক্যাপ্টেন ছিল। নিজের ঘরে মেন্টর হিসেবে ফিরছেন গোতি। ও নিশ্চয় আমাদের মিস করছিল। এবার আমরা সামনের দিকে তাকাব। চন্দু স্যার আর গম্ভীর সেই হার না মানা মানসিকতাটা ফিরিয়ে আনবে। আর KKR মাঠে জাদু দেখাবে।' প্রসঙ্গত গত মরসুমেও কেকেআর প্লে অফে পৌঁছতে পারেনি। সেই ব্যর্থতা এবারে কাটিয়ে উঠতে মরিয়া কেকেআর টিম ম্যানেজমেন্ট।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement