Advertisement

Kolkata Knight Riders New Captain: শ্রেয়াসের জায়গায় এবার কে ক্যাপ্টেন? উঠে আসছে ৩ নাম

একজন ভারতীয় ক্যাপ্টেন চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএল-এর নিলামে (IPL Auction 2025) তাই বাড়তি নজর ছিল বেঙ্কটেশ আইয়ারের দিকে। কারণ তাঁকে এ মরসুমে রিটেন করেনি কেকেআর। গত মরসুমে কলকাতার ট্রফি জেতার পেছনে বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। তাই গতবারের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে এবার ধরে রাখতে না পারলেও বেঙ্কটেশকে ক্যাপ্টেন করতে পারে শাহরুখ খানের দল। 

Quinton de KockQuinton de Kock
Aajtak Bangla
  • জেড্ডা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 10:43 PM IST

একজন ভারতীয় ক্যাপ্টেন চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএল-এর নিলামে (IPL Auction 2025) তাই বাড়তি নজর ছিল বেঙ্কটেশ আইয়ারের দিকে। কারণ তাঁকে এ মরসুমে রিটেন করেনি কেকেআর। গত মরসুমে কলকাতার ট্রফি জেতার পেছনে বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। তাই গতবারের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে এবার ধরে রাখতে না পারলেও বেঙ্কটেশকে ক্যাপ্টেন করতে পারে শাহরুখ খানের দল। 

তাঁর জন্য অকশনে লড়াই করে জিতল কলকাতা। লখনউ সুপার জায়ান্টসও ভেঙ্কটেশকে ফেরাতে মরিয়া ছিল। আরসিবি লড়াইয়ে ঢুকল ৮ কোটি দর হেঁকেবুও ছাড়েনি কেকেআর। দাম পেরিয়ে যায় ১৫ কোটি। কেকেআর দর হাঁকতেই দ্রুত জবাব দিতে থাকে আরসিবি। কেকেআর ১৯.২৫ কোটি ডাকতেই কিছুটা সময় নেয় আরসিবি। তবে লড়াইয়ে  ফেরে তারা। ২১ কোটি দর হাঁকে কেকেআর। আরসিবি তখনও লড়াইয়ে। ২২ কোটি ছাপিয়ে গেল ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটিতে আরসিবি লড়াই ছাড়ে। কেকেআর নিল ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায়! কিছুটা যেন অপ্রত্যাশিত!  

আইয়ারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে। এখনও অবধি  ৫১টি আইপিএল ম্যাচ খেলেছেন বেঙ্কটেশ। গত মরসুম অবধি কেকেআরের জার্সিতেই আইপিএলে খেলতে দেখা গিয়েছে তাঁকে। মধ্যপ্রদেশের অলরাউন্ডারের একদিকে রয়েছে পাওয়ার হিটিং ক্ষমতা। পাশাপাশি তিনি বোলিংও করতে পারেন কেকেআরের হয়ে ডেবিউ মরসুমে ভেঙ্কটেশ ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের বছর আইপিএলে ১২টি ম্যাচ খেলেন। ২০২৩ সালে ১৪টি ম্যাচ খেলেন। কিন্তু সে মরসুমে তিনি বোলিং করেননি। চব্বিশের আইপিএলে ৬টি বল করেন তিনি। উইকেটের দেখা মেলেনি। নিজের আইপিএল ডেবিউ মরসুমে ৩টি উইকেট পেয়েছিলেন।

 

এখন পর্যন্ত, আসন্ন মরসুমে আইয়ারের অধিনায়ক হওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এর আগে রিংকু সিং এবং বরুণ চক্রবর্তী সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছিল। এবার কিনেছে কুইন্টন ডি কককেও। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন আইপিএল-এ নেতৃত্ব দেননি। ফলে অধিনায়কত্বের দৌড়ে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement