Advertisement

Kolkata Knight Riders: IPL-এর আগে গম্ভীরের নেতৃত্বে কলকাতায় প্রস্তুতি শিবির KKR-এর, কবে থেকে?

IPL-এর সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই (BCCI)। এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সব কিছু ঠিকঠাক থাকলে ২২ অথবা ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তবে সবটাই নির্ভর করছে লোকসভা নির্বাচনের উপর। এখনও বোর্ড এটাও ঠিক করতে পারেনি যে ভারতে না অন্য কোথাও হবে এবারের আইপিএল। তবে এই সমস্ত তথ্য না জানা থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ নাইট ব্রিগেড। কলকাতাতেই প্রস্তুতি শুরু করতে চলেছে নাইটরা। 

IPL 2024 নিলাম: গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ যাত্রায়। সৌজন্যে: PTIIPL 2024 নিলাম: গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ যাত্রায়। সৌজন্যে: PTI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2024,
  • अपडेटेड 3:16 PM IST
  • কবে থেকে শুরু KKR-এর প্রস্তুতি শিবির?
  • গম্ভীরের নেতৃত্বে শুরু প্রস্তুতি

IPL-এর সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই (BCCI)। এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সব কিছু ঠিকঠাক থাকলে ২২ অথবা ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তবে সবটাই নির্ভর করছে লোকসভা নির্বাচনের উপর। এখনও বোর্ড এটাও ঠিক করতে পারেনি যে ভারতে না অন্য কোথাও হবে এবারের আইপিএল। তবে এই সমস্ত তথ্য না জানা থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ নাইট ব্রিগেড। কলকাতাতেই প্রস্তুতি শুরু করতে চলেছে নাইটরা। 

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'কেকেআর ১৫ মার্চ থেকে শিবির করবে বলে জানিয়ে দিয়েছে। সেই মতো মাঠ প্রস্তুত রাখতে অনুরোধ করেছে সিএবিকে। আমরা ইডেন তৈরিই রাখব।'

১৫ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করার কথা রয়েছে কেকেআর-এর। এই প্রস্তুতি শিবিরকে খুবই গুরুত্ব দিচ্ছেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর ক্যাপ্টেন্সিতেই দুই বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। ২০২১ সালের পর আর আইপিএল-এর ফাইনালে খেলতে পারেনি কেকেআর। অন্যদিকে সাফল্য পেতে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant) থেকে মেন্টর করে আনা হয়েছে গম্ভীরকে। গত দুই আইপিএল মরসুমে দারুণ ছন্দে ছিল লখনউ। সেই দলের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। 

কলকাতার দায়িত্ব হাতে পেয়েই তৎপর হয়ে উঠেছেন ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানো এই তারকা। চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআর-এর কোচ হলেও আইপিএল জেতার নকশা বানাচ্ছেন গম্ভীর নিজেই। এর আগে মুম্বইয়ে নাইটদের অ্যাকাডেমিতে প্রস্তুতি সেরেছে কেকেআর। তবে ইডেনে প্রস্তুতিতে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। চোট পাওয়ায় ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন শ্রেয়স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা শুরু থেকেই থাকতে পারেন। ভারতীয়দের মধ্যে নীতিশ রানা, রিঙ্কু সিং-কে দেখা যেতে পারে এই প্রস্তুতি ক্যাম্পে।                

Advertisement

Read more!
Advertisement
Advertisement