কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল (IPL)। সমস্ত দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কবে নিজেদের প্রস্তুতি শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? নাইট শিবির সূত্রের খবর ১৭ মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স এর ক্রিকেটাররা শহরে আসতে শুরু করবেন। এর তিন দিনের মধ্যেই প্রস্তুতি শুরু করে দেবে চন্দ্রকান্ত পন্ডিতের দল। প্রস্তুতি শিবিরের শুরু থেকেই পাওয়া যাবে আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিনকে (Sunil Narine)।
তবে সমস্ত ক্রিকেটারদের পেতে আরো তিন দিন সময় লাগবে। অর্থাৎ ২০ মার্চ থেকে শুরু হবে নাইট রাইডার্সের শিবির। ১৭ অথবা ১৮ মার্চ থেকেই অনুশীলনে থাকবেন নাইটদের দুই সেরা অস্ত্র। জানা গিয়েছে, ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে সমস্ত ক্রিকেটার কলকাতায় চলে আসবেন। এই খবর নিঃসন্দেহে আনন্দ দেবে কলকাতার ক্রিকেট প্রেমীদের।
শুধু কেকেআর নয়, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। কলকাতাতেই শুরু হয়েছিল দিল্লি ক্যাপটলসের প্রস্তুতি। সেখানে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এখনও হেড কোচ রিকি পন্টিং ভারতে না আসায় ক্রিকেট ডিরেক্টর সৌরভ অনুশীলন তত্ত্বাবধান করছেন। শুধু তাই নয়, ক্রিকেটারদের হাতে ধরে সমস্ত কিছু দেখিয়েও দিচ্ছেন। এমনটাই দেখা গিয়েছে
দিল্লির অনুশীলনে।
সিএবি সূত্রের খবর, শুধুমাত্র ইডেন গার্ডেন্স নয় সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও প্রস্তুতি সারবে নাইটরা। প্রায় তিন বছর পর ইডেন গার্ডেন্স এ খেলার সুযোগ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভালো ফল করতে মুখিয়ে নীতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়াররা।
৩১ মার্চ থেকে আইপিএল শুরু হবে। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১ এপ্রিল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংস (Punjab Kings)। মোহালিতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। খেলতে নামার আগে ভালো ভাবে নিজেদের প্রস্তুতি সেরে নিতে চাইছে চন্দ্রকান্ত পন্ডিতের দল।