Advertisement

Kolkata League 2024 Mohammedan Sporting: কালিঘাটের কাছে হার মহমেডানের, ডেভিডের অভাব টের পাচ্ছে সাদা-কালো ব্রিগেড?

কলকাতা লিগে (Kolkata League 2024) অঘটন। হেরে গেল গতরের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কালিঘাট মিলন সংঘের (Kalighat Milan Sangha) কাছে ২-১ গোলে হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। ম্যাচের শুরুটা যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই হয়েছিল। তবে মহামেডানকে প্রথমার্ধে অতটা ভাল খেলতে দেখা যায়নি। সাদা-কালো ব্রিগেডের তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) বা দীপু হালদারা (Dipu Halder) নিজেদের মেলে ধরতে পারেননি শুক্রবারের ম্যাচে। স্ট্রাইকার জোসেফ (Joseph Lalmuanawma) কিংবা সজল বাগরাও (Sajal Bag) কাঙ্খিত গোল করতে পারেননি শুরুতে। 

মহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2024,
  • अपडेटेड 6:23 PM IST

কলকাতা লিগে (Kolkata League 2024) অঘটন। হেরে গেল গতরের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কালিঘাট মিলন সংঘের (Kalighat Milan Sangha) কাছে ২-১ গোলে হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। ম্যাচের শুরুটা যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই হয়েছিল। তবে মহামেডানকে প্রথমার্ধে অতটা ভাল খেলতে দেখা যায়নি। সাদা-কালো ব্রিগেডের তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) বা দীপু হালদারা (Dipu Halder) নিজেদের মেলে ধরতে পারেননি শুক্রবারের ম্যাচে। স্ট্রাইকার জোসেফ (Joseph Lalmuanawma) কিংবা সজল বাগরাও (Sajal Bag) কাঙ্খিত গোল করতে পারেননি শুরুতে। 

বরং কালীঘাটের হয়ে পাসাং দোরজি তামাং (Pasang Dorjee Tamang) এবং অধিনায়ক ভীম (Bhim Mandi) অনেক বেশি ওয়ার্কলোড নেন। রক্ষণভাগে সঞ্জয় মান্ডি (Sanjoy Mandi) দারুণ ফুটবল খেলে দলকে জেতান। কালীঘাট মিলন সংঘ প্রথম ৪৫ মিনিটেই একাধিক আক্রমণ তুলে আনে মহমেডান বক্সে। আর সেই সুবাদেই তারা এগিয়ে যায় ম্যাচের ৩৬ মিনিটে। গোল করে কালীঘাটকে এগিয়ে দেন পাসাং দরজি তামাং।

তার ঠিক ৫ মিনিটে বাদে, ব্যবধান বাড়ে কালীঘাটের। এক্ষেত্রেও সেই পাসাং দোরজি তামাং-ই গোল করেন। তাঁর জোড়া গোলেই প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কালীঘাট মিলন সংঘ। তবে দ্বিতীয়ার্ধে ফিরে আসার লাগাতার চেষ্টা করে মহামেডান। একাধিকবার ওভারল্যাপে উঠে আসেন জোসেফ। তন্ময়ও নিজের ফর্মে ফিরে আসেন কিছুটা। বিশেষ করে সেকেন্ড হাফের শেষদিকে প্রচুর আক্রমণ তুলে আনেন তারা। আর সেই সুবাদেই খেলার ৮৩ মিনিটে, তন্ময়ের সেন্টার থেকে গোল করে ব্যবধান কমান ইসরাফিল দেওয়ান (Israfil Dewan)। ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১।
একের পর এক আক্রমণ মহামেডানের পক্ষ থেকে এলেও, বুদ্ধিদীপ্ত ভঙ্গিতেই তা সামাল দেয় কালীঘাট ডিফেন্স। তবে সাদকালো ব্রিগেডের বাঁ-প্রান্ত দিয়ে সেইরকম কোনও আক্রমণ দেখা গেল না। শেষপর্যন্ত, সমতা ফেরাতে ব্যথ মহামেডান।

Advertisement

ফলে, কলকাতা লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় পেল কালীঘাট মিলন সংঘ। বলা যেতে পারে, চলতি লিগে বড় অঘটন। কলকাতার তিন প্রধানের মধ্যে এক প্রধানের হার। তাও তথাকথিত ছোট দলের বিরুদ্ধে। গত ম্যাচে খিদিরপুর ফুটবল দলের বিরুদ্ধেও আটকে গিয়েছিল মহামেডান। সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement