Advertisement

Kolkata League: ৩ প্রধানকে বাদ দিয়েই আপাতত শুরু হতে পারে কলকাতা লিগ, কবে থেকে?

তিন প্রধানকে বাদ দিয়ে বাকি এগারোটি দল প্রাথমিক পর্বে খেলবে। সেখান থেকে সেরা তিন দল পরের পর্বে যাবে। তারপর সেই তিন দলের সঙ্গে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান এবং মহমেডান যোগ দেবে। ফলে তখন মোট দলের সংখ্যা দাড়াবে ছয়। এই ছয় দল নিয়ে শুরু হবে সুপার সিক্স পর্ব। গতবছর লিগে ফাইনাল ম্যাচ থাকলেও এবার তা হচ্ছে না। রাউন্ড রবিন লিগের ফলাফলেই লিগ চ্যাম্পিয়ন ঠিক করা হবে। তবে এবারের লিগে অবনমন থাকবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 10:18 AM IST
  • সুপার সিক্সে খেলবে তিন প্রধান
  • জটিলতা কাটল লিগ নিয়ে

২৭জুলাই থেকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হতে চলেছে। মঙ্গলবার লিগ নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ। অংশগ্রহনকারী দলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার কর্তারা অনেকক্ষণ আলোচনা করেন। ঘণ্টা তিনেকের আলোচনার শেষে সমাধান সূত্র বেরিয়ে আসে। সেক্ষেত্রে তিন প্রধানকে রেখেই লিগ শুরু করা হচ্ছে। তবে লিগের ফর্ম্যাট বদলে যাচ্ছে। 

তিন প্রধানকে বাদ দিয়ে বাকি এগারোটি দল প্রাথমিক পর্বে খেলবে। সেখান থেকে সেরা তিন দল পরের পর্বে যাবে। তারপর সেই তিন দলের সঙ্গে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান এবং মহমেডান যোগ দেবে। ফলে তখন মোট দলের সংখ্যা দাড়াবে ছয়। এই ছয় দল নিয়ে শুরু হবে সুপার সিক্স পর্ব। গতবছর লিগে ফাইনাল ম্যাচ থাকলেও এবার তা হচ্ছে না। রাউন্ড রবিন লিগের ফলাফলেই লিগ চ্যাম্পিয়ন ঠিক করা হবে। তবে এবারের লিগে অবনমন থাকবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।

এই  ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ২৩ জুলাই ফের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জীকে পাশে নিয়ে সচিব অনির্বান দত্ত বলেন, ''দুই বছর পরে সব দলকে নিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের খেলা হচ্ছে।  যা আশার কথা। সুষ্ঠভাবে আয়োজন করা আইএফএ-র কাছে চ্যালেঞ্জ। ইতিমধ্যে নিচের ডিভিশনের খেলা শুরু হয়ে গিয়েছে। তা নিয়ে আগ্রহও রয়েছে যথেষ্ট।'' 

এই দিনের বৈঠকে এটিকে মোহনবাগান খেলবে কি না তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আলোচনায় না থাকলেও তারা ইমেল করে শর্ত সাপেক্ষে কলকাতা লিগে অংশগ্রহনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। লিগের গোটা চারেক ম্যাচ খেলতে পারে তারা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, এএফসি কাপ, ডুরান্ড রয়েছে। এর সঙ্গে গোটা লিগ খেলা সম্ভব হবে না। পাশাপাশি বকেয়া ষাট লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করেছে সবুজ মেরুন ক্লাব। তবে তাদের বকেয়া পুরোটা একেবারে মিটিয়ে দেওয়া যে সম্ভব নয় তা আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, ''সব ক্লাবের বকেয়া রয়েছে। পুরোটা খতিয়ে দেখে যতটা সম্ভব মেটানোর চেষ্টা হবে।'' 

Advertisement

ইস্টবেঙ্গল লিগে অংশগ্রহন করতে রাজি থাকলেও সময় চেয়েছিল। এটিকে মোহনবাগানও তাদের সূচির সঙ্গে খাপ খেলে খেলার কথা জানিয়েছিল। তবে সকলেই অংশ নেবে বলে আশা করছে আইএফএ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement