Advertisement

Kolkata League Derby: 'কলকাতা লিগ মর্যাদা হারিয়েছে...' CFL ডার্বি খেলা নিয়ে বিস্ফোরক মোহনবাগান

কলকাতা লিগের (Kolkata League) ডার্বি (Kolkata Derby) ১৩ জুলাই। সূচি ঘোষণা হওয়ার পরেই বড় ম্যাচ নিয়ে বিস্ফোরক মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত। গত মরসুমে কলকাতা লিগের ডার্বি খেলেনি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল (East Bengal)। আর আবারও এই ডার্বি আয়োজন নিয়ে আইএফএ-র (IFA) দিকে তোপ দাগলেন দেবাশিস। তা হলে কি এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ওয়াকওভার দেবে সবুজ-মেরুন? নিট দুর্নীতির প্রসঙ্গ তুলে এনে  আইএফএ-র বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ও করেছেন সবুজ-মেরুন সচিব।   

কলকাতা লিগ ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2024,
  • अपडेटेड 1:58 PM IST

কলকাতা লিগের (Kolkata League) ডার্বি (Kolkata Derby) ১৩ জুলাই। সূচি ঘোষণা হওয়ার পরেই বড় ম্যাচ নিয়ে বিস্ফোরক মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্ত। গত মরসুমে কলকাতা লিগের ডার্বি খেলেনি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ওয়াকওভার পেয়ে যায় ইস্টবেঙ্গল (East Bengal)। আর আবারও এই ডার্বি আয়োজন নিয়ে আইএফএ-র (IFA) দিকে তোপ দাগলেন দেবাশিস। তা হলে কি এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ওয়াকওভার দেবে সবুজ-মেরুন? নিট দুর্নীতির প্রসঙ্গ তুলে এনে  আইএফএ-র বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ও করেছেন সবুজ-মেরুন সচিব।   

কী অভিযোগ মোহনবাগানের?
বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে মোহনবাগান। এবার আইএফএ স্পন্সর হিসেবে শ্রাচী গ্রুপকে পাশে পেয়েছে। পাশাপাশি ১ কোটি টাকা দিয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলতে এসেছে অ্যাডামাস। তা হলে কেন দেওয়া হবে না বকেয়া ৪৭ লক্ষ টাকা? এই প্রশ্নই তুলেছেন মোহনবাগান সচিব। তিনি বলেন, 'নিট দুর্নীতিতে অভিযোগ উঠেছে, টাকা দিয়ে সিট পাইয়ে দেওয়ার। এক্ষেত্রেও তো তাই হচ্ছে। একটা ক্লাব এক কোটি টাকা দিয়ে প্রিমিয়ার খেলতে চলে এল। বাকি যারাধাপে ধাপে উঠছে সুরুচি সংঘ, কালিঘাট এরা তো খেলে উঠেছে তা হলে তাদের কোনও দাম নেই। টাকা দিলেই হয়ে যাবে?' পাশাপাশি স্পন্সর আসার পরেও বকেয়া টাকা মেটানোর ব্যাপারে কোনও হেলদল দেখাচ্ছে না আইএফএ। এমনটাই অভিযোগ মোহনবাগানের। তিনি বলেন, '৪৭ লক্ষ টাকা বকেয়া। এবার সেই টাকা আমাদের দেওয়া হচ্ছে না। স্পন্সর রয়েছে। আর ১ কোটি টাকাও পেয়েছে আইএফএ। তা হলে তো টাকা মেটানোর কথা। শুঞ্ছি দিয়ে দেবে। কিন্তু কত টাকা পাব তা তো বলছে না।' 

ডার্বি বয়কট করার রাস্তায় না হাঁটলেও, কলকাতা লিগের কোনও গুরুত্ব নেই বলেই মনে করেন দেবাশিস। মোহনবাগান সচিব আইএফএ-এর কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, 'এখন কলকাতা লিগ সেই গুরুত্ব হারিয়ে ফেলেছে। আমার মনে হয় না এখন যারা আছেন, তারা সেই গৌরব ফেরাতে পারবেন। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে আইএফএ। আমরা এই লিগটাকে ডেভলপমেন্ট হিসেবে ব্যবহার করছি। গত মরসুম থেকে অভিষেক রাজবংশিদের মতো ফুটবলার উঠে এসেছে।' 

Advertisement

ডার্বি ম্যাচের টিকিটের শেয়ারও দাবি করেছেন মোহনবাগান কর্তা। তিনি বলেন, 'ডার্বি ম্যাচটা তো আইএফএ বিক্রি করে। তা হলে আমাদের সেই টাকার ভাগ দেওয়া হবে না কেন? মোহনবাগান-ইস্টবেঙ্গল না খেললে কি সম্প্রচারকারী চ্যানেল আসত? আমাদের জন্যই লোক হয় তা হলে তিনটে ডার্বির টিকিটের টাকা আমাদের দেওয়া হবে না কেন?'       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement