Advertisement

পুত্র সন্তানের বাবা হলেন ক্রুনাল, ছেলের নাম কী রাখলেন?

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৭ সালে পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল পান্ডিয়া। ভারত এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক সময়ই পঙ্খুরিকে গ্যালারিতেও দেখা গিয়েছ। প্রসঙ্গত নিজের ছোট ভাই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্যর সঙ্গেও মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন ক্রুনাল।

সন্তানকে নিয়ে ক্রুনাল ও পঙ্খুরিসন্তানকে নিয়ে ক্রুনাল ও পঙ্খুরি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jul 2022,
  • अपडेटेड 4:41 PM IST
  • বাবা হলেন ক্রুনাল
  • শেয়ার করলেন ছবি
  • জানালেন ছেলের নামও

পুত্র সন্তানের বাবা হলেন ভারতের ক্রিকেট অল রাউন্ডার ক্রুনার পান্ডিয়া (Krunal Pandya)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পঙ্খুরি শর্মা ও ক্রুনাল তাঁদের সদ্যোজাত সন্তানকে নিয়ে ছবিও শেয়ার করেছেন। ছেলের নামও জানিয়েছেন ক্রুনাল। ছেলের নাম রেখেছেন কবীর ক্রুনার পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। 

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৭ সালে পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল পান্ডিয়া। ভারত এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে অনেক সময়ই পঙ্খুরিকে গ্যালারিতেও দেখা গিয়েছ। প্রসঙ্গত নিজের ছোট ভাই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্যর সঙ্গেও মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন ক্রুনাল।

উল্লেখ্য, চোট আঘাতের সমস্যা কাটিয়ে ফিরে আসার পর ক্রুনার ও তাঁর স্ত্রী পঙ্খুরিকে ধন্যবাদ জানিয়েছেন হার্দিক। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপকভাবে প্রত্যাবর্তনের পর বর্তমানে বিরতিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এই বছর গুজরাট টাইটানসকে আইপিএল-এর শিরোপাও এনে দিয়েছেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, ক্রুনাল শেষবার ভারতের হয়ে খেলেন ২০২১ সালে। এখনও পর্যন্ত দেশের হয়ে ৫টি ওডিআই এবং ১৯ টি-টোয়েন্টিতে খেলেছেন ক্রুনাল। আইপিএল-এ (IPL) লখনউ সুপার জায়ান্টের হয়েও দুর্দান্ত পারফর্ম করেন ক্রুনাল পান্ডিয়া।

 

Read more!
Advertisement
Advertisement