Advertisement

কারও বয়স ৪০, কেউ আরও বুড়ো! IPL-এর 'সন্ন্যাসী'দের নিয়ে টিম বানাচ্ছে PSL

IPL থেকে বাদ পড়া খেলোয়াড়দেরকে নিয়েই মাতামাতি চলছে পাকিস্তানে। যে খেলোয়াড়দের সময় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে ফুরিয়েছে, তাঁদেরকে নিয়েই টিম সাজাচ্ছে পাকিস্তানি লিগটি।

IPL ছেড়ে কোন কোন বিদেশি খেলোয়াড় সম্প্রতি পাকিস্তানের লিগে নাম লেখালIPL ছেড়ে কোন কোন বিদেশি খেলোয়াড় সম্প্রতি পাকিস্তানের লিগে নাম লেখাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 6:11 PM IST
  • বুড়ো ঘোড়াদের পিঠে সওয়ার পাকিস্তানের PSL।
  • IPL থেকে বাদ পড়া খেলোয়াড়দেরকে নিয়েই মাতামাতি চলছে পাকিস্তানে।
  • IPL-এর অকশনে চান্স না পাওয়া বিদেশিদের ভিড় রয়েছে এই লিগে।

বিশ্বে সর্ববৃহৎ ফ্রাঞ্চাইজি লিগ IPL-কে টক্কর দিতে বুড়ো ঘোড়াদের পিঠে সওয়ার পাকিস্তানের PSL। IPL থেকে বাদ পড়া খেলোয়াড়দেরকে নিয়েই মাতামাতি চলছে পাকিস্তানে। যে খেলোয়াড়দের সময় ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে ফুরিয়েছে, তাঁদেরকে নিয়েই টিম সাজাচ্ছে পাকিস্তানি লিগটি। গত দু'বছরে PSL-এর দিকে তাকালে দেখা যাচ্ছে IPL-এর অকশনে চান্স না পাওয়া বিদেশিদের ভিড় রয়েছে এই লিগে। 

IPL ছেড়ে কোন কোন বিদেশি খেলোয়াড় সম্প্রতি পাকিস্তানের লিগে নাম লেখাল দেখে নেওয়া যাক

মঈন আলি: 

২০১৮ সাল থেকে টানা IPL খেলে চলেছেন মঈন আলি। আরসিবি, সিএসকে, কেকেআর-এর মতো টিমে নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে ২০২৫ সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬টি ম্য়াচ খেলার সুযোগ পেয়েছিলেন এই ইংল্যান্ড তারকা। শেষ মিনি নিলামের আগে তাঁকে অকশন টেবিলে ফিরিয়ে আনা হয়। এরপরেই ২০২৬ সালের IPL খেলবেন না জানিয়ে, PSL খেলতে আগ্রহের কথা জানান মঈন। 

ডু প্লেসিস

IPL-এ 'মেয়াদ ফুরোনো'র পর এবার PSL-এর রাস্তায় হেঁটেছেন প্রাক্তন প্রোটিয়ান অধিনায়ক। গত ২৯ নভেম্বর নিজের সিদ্ধান্তের কথা জানান ফ্যাফ। ২০১৩ সাল থেকে IPL খেলছিলেন তিনি। এই সময়ের মধ্যে CSK, RCB, DC-এর মতো টিমে খেলেছেন ডু প্লেসিস। এমনকী RCB-র টিমে দু'বছর ক্যাপ্টেনও ছিলেন এই তারকা। তবে এবার ২০২৬-এ তাঁর গন্তব্য হতে চলেছে PSL.

ডেভিড ওয়ার্নার

২০০৯ সাল থেকে টানা আইপিএল খেলছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ২০২৫ সালে IPL-এ দল পাননি এই অজি তারকা। এরপরেই তিনি  নাম লেখান PSL-এ। সেখানে করাচি কিংস-এর অধিনায়কও হন এই ব্য়াটার।

কেন উইলিয়ামসন

একই বিষয় কেন উইলিয়ামসনের ক্ষেত্রেও। ২০২৫ সালে IPL-এর কোনও ফ্রাঞ্চাইজিতেই জায়গা পাননি এই ব্যাটার। এরপরই তিনি PSL-এ যোগ দেন। 

PSL-এ যোগ দিতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলও

সম্প্রতি গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, তিনি IPL -কে বিদায় জানাচ্ছেন। এখনও অবশ্য PSL-এ যাওয়ার বার্তা দেননি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীঘ্রই PSL-এ খেলার আগ্রহ জানাতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলও।

Advertisement

ফুরিয়ে যাওয়া খেলোয়াড়দের নিয়ে পাকিস্তানে মাতামাতি

মঈন আলির বর্তমান বয়স ৩৭, কেন উইলিয়ামসনের বয়স ৩৫, ডু প্লেসিস রয়েছেন ৪১ বছরে এবং ডেভিড ওয়ার্নারের বয়স রয়েছে ৩৯। ফলে তাঁরা প্রত্যেকেই এখন কার্যত 'বুড়ো ঘোড়া'।  প্রত্যেকেই নিজেদের প্রাইম সময় কাটিয়েছেন IPL-এই। পরে অকশনে টিম না পেয়ে বা ক্যারিয়ারের অন্তিম সময়ে এসেই যুক্ত হচ্ছেন PSL-এর সঙ্গে। ফলে নিঃসন্দেহে বলা বিদেশি খেলোয়াড়ের তুলনা নিয়ে IPL-এর ধারেকাছে নেই PSL। নেহাতই IPL-এর 'বাতিল' খেলোয়াড়দের নিয়েই PSL সাজাচ্ছে পাকিস্তান।

Read more!
Advertisement
Advertisement