Advertisement

Lionel Messi on FIFA World Cup 2022: 'স্বপ্ন ছোঁয়ার এটাই শেষ সুযোগ আমার,' বলছেন মেসি

Lionel Messi: বিশ্বকাপ অভিযান শুরুর আগে লিওনেল মেসি বললেন, 'এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ। আমার স্বপ্ন ছোঁয়ার শেষ সুযোগ।' চোট নিয়ে বললেন, আমি শারীরিক ভাবে একদম সুস্থয। কোনও সমস্যা নেই। গত শনিবার রাতে ট্রেনিংয়েও নামেন মেসি।

লিওনেল মেসি লিওনেল মেসি
Aajtak Bangla
  • দোহা,
  • 22 Nov 2022,
  • अपडेटेड 11:17 AM IST
  • এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ
  • সম্প্রতি কোপা আমেরিকা জিতেছি
  • দলের অনেকেরই প্রথম বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)-এর অভিযানে আজ প্রথম ম্যাচে নামছে আর্জেন্টিনা (Argentina)। আর আর্জেন্টিনা মানেই গোটা ফুটবল বিশ্বের নজরে লিওনেল মেসি (Lionel Messi)। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচেই মেসিদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ, ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয়। গোটা দুনিয়ায় একটাই প্রশ্ন, জীবনের শেষ বিশ্বকাপ কি হাতে উঠবে মেসির? দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কি কাটবে এবার?

এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ

সাত বারের ব্যলন ডি'ওর জয়ী ৩৫ বছর বয়সি লিওনেল মেসি পঞ্চমবার বিশ্বকাপ খেলতে নামছেন জাতীয় দলের হয়েছে। এর আগে ২০১৪ সালে সেমি ফাইনালে হেরে গিয়ে কাপ হাত ছাড়া হয়েছিল আর্জেন্টিনার।

আরও পড়ুন

বিশ্বকাপ অভিযান শুরুর আগে লিওনেল মেসি বললেন, 'এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ। আমার স্বপ্ন ছোঁয়ার শেষ সুযোগ।' চোট নিয়ে বললেন, আমি শারীরিক ভাবে একদম সুস্থয। কোনও সমস্যা নেই। গত শনিবার রাতে ট্রেনিংয়েও নামেন মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা

সম্প্রতি কোপা আমেরিকা জিতেছি

বার্সেলোনা, পিএসজি-র হয়ে প্রচুর ট্রফি জিতেছেন মেসি। কিন্তু আজ পর্যন্ত একবারও বিশ্বকাপ হাতে তুলতে পারেননি। গত বছর ব্রাজিলকে হারিয়ে Copa America জিতেছে আর্জেন্টিনা। মেসির কথায়, 'আর্জেন্টিনার বাইরেও বহু মানুষ চাইছেন, আমরা চ্যাম্পিয়ন হই, এটাই ভাল লাগছে। বিশ্বকাপ জিতবো কিনা সময় বলবে, কিন্তু আমরা সম্প্রতি কোপা আমেরিকা জিতেছি।'

দলের অনেকেরই প্রথম বিশ্বকাপ

সৌদি আরবের বিপক্ষে এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আজ, যা শুরু হবে কাতারের সময় বেলা একটায়। ভারতে ম্যাচ দেখা যাবে বিকেল সাড়ে ৩টে থেকে। বিশ্বকাপে কাতার বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। থাকা-খাওয়ায় পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধাই মিলছে। বাড়তি পাওয়া যাচ্ছে খোলামেলা পরিবেশ, পাশেই বিশাল মাঠ, হোটেলের শৃঙ্খলার বদলে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ। মেসি বলেন, কাতারে আমার প্রচুর সমর্থক আছে। রয়েছে সারা বিশ্বেও। এই সমর্থকরা যেন খুশি হতে পারে দলের সাফল্যে সেই চেষ্টাই করবো।

Advertisement
কলকাতায় মেসি ভক্তরা ছবি সৌজন্য: PTI

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ এবং কঠিনই হয়। দলেও অনেকেরই প্রথম বিশ্বকাপ। এরপরও আমরা জয়েই শুরু করতে চাই কাতার বিশ্বকাপ। 
 

Read more!
Advertisement
Advertisement