Advertisement

Messi In Kolkata: সেদিন মেসিকে ঘিরে ওরা কারা? যুবভারতীর সব 'অসভ্যতা' VIRAL, চিনতে পারছেন...

মেসিকে ঘিরে রাখলেন কারা? সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে আরও বেড়েছে ক্ষোভ। কেন সাধারণ মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসির নাগাল পেলেন না এবং বদলে ছবি তুলতে পারবেন কেবলমাত্র VVIP-দের পরিবারের সদস্যরা? উঠছে প্রশ্ন।

মেসির চারপাশে মুখ্যমন্ত্রীর ভাইপো-ভাইঝিরা মেসির চারপাশে মুখ্যমন্ত্রীর ভাইপো-ভাইঝিরা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 12:49 PM IST
  • মেসিকে ঘিরে ওরা কারা?
  • প্রকাশ্যে এল যুবভারতীর ছবি
  • সেদিন ঠিক কারা ভিড় করলেন মেসির চারপাশে

হাজার হাজার টাকার টিকিট কেটেও স্বপ্নের নায়ক মেসিকে দেখতে না পাওয়ার রাদে উন্মত্ত হয়ে রয়েছে মানুষ। কাটাছেঁড়া চলছে সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কী ঘটেছিল তা নিয়ে। মেসির চারপাশে মৌমাছির চাকের মতো চলমান ওই ভিড়ে কারা ছিলেন? কারা সেদিন সেলফি তুলতে ব্যস্ত ছিলেন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে, যে কারণে সাধারণ মানুষ মেসির নাগালটুকুও পেলেন না? 

মেসির ইভেন্ট ম্যাসাকার হওয়ার নেপথ্যে আয়োজকদের ব্যর্থতা আর কিছু নেতা-মন্ত্রী ও সেলেবদের 'আদেখলাপনা'-কে দায়ী করছেন দর্শকরা। জানা গিয়েছে, তাদের ভিড়েই মেসি, সুয়ারেজ ও রড্রিগো ডি'পলের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে অনুভব করেছিল সিকিউরিটি টিম। আর তারপরই কোনও ঝুঁকি না নিয়ে তারকা ফুটবলারদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলত দর্শকদের হাতে রয়ে যায় পেন্সিল। আর মেসি দর্শনের বদলে দেখা যায় গিজেগিজে VVIP ভিড়। সেই ভিড়ে ঠিক কারা ছিল? 

কলকাতায় মেসি ঘিরে ওরা কারা

ঠিক কী ঘটেছিল?
বেলা সাড়ে ১১টা নাগাদ যুবভারতীর চার এবং পাঁচ নম্বর গ্যালারির মাঝখানের পথ দিয়ে মেসির গাড়ি এসে থামে যুবভারতীর অ্যাথলেটিক ট্র্যাকের সামনে। মেসি গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ফেলেন প্রায় শ'খানেক মানুষ। এই তালিকায় ছিলেন নেতা, মন্ত্রী, তাদের সহযোগী, তাদের পরিবারের সদস্যরা, উদ্যোক্তা, ফটোগ্রাফার এবং সিকিউরিটি। প্রভাবশালীদের ভিড় মেসি, সুয়ারেজ, ডি'পলদের সঙ্গে সঙ্গেই এগোয়। ফলত কালো জামা গায়ে থাকা, শর্ট হাইটের মেসিকে দেখতেই পাচ্ছিলেন না যুবভারতীর গ্যালারিতে থাকা কেউই। মেসি হাত নাড়লেও তা সঠিক ভাবে বোঝার উপায় ছিল না। 

অরূপ বিশ্বাসের সঙ্গে মেসি

হাসি বজায় রাখার চেষ্টা করলেও মেসি যে অস্বস্তিবোধ করছিলেন তা ফুটবলারের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বিরক্ত হচ্ছিলেন লোকজনের আচরণে। এমনকী, তিনি যেমনটা ভেবে এসেছিলেন, তা হচ্ছিল না বলেই মেসি মাঠ ছাড়েন। এমনও বলেছেন প্রত্যক্ষদর্শীরা। একের পর এক সেলফি, অটোগ্রাফ, ফটোগ্রাফের চক্করে মেসিদের ঘাড়ের উপর পড়ে যাচ্ছিলেন অনেকেই। ভিড়ে থাকা বেশ কয়েকজনের 'আবদারে' বারবার থমকে যাচ্ছিলেন ৩ তারকা। স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে বল জাদলিং বা বাঁ পায়ের কারিকুরি দেখানোর কোনও সুযোগই মেলেনি মেসির। গোল পোস্টের দিকে যাওয়ার মাঝেই ভিড় যেন তাঁর গায়ে লেপ্টে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এ যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। 

Advertisement

কারা ঘিরে রাখলেন মেসিকে? কারা তুললেন সেলফি?
যুবভারতী স্টেডিয়ামে সাড়ে ১১টা নাগাদ পৌঁছন মেসি। তারপর ছিলেন সর্বসাকুল্যে ১০ থেকে ১৫ মিনিট। এই সময়ের মধ্যে এক সেকেন্ডের জন্যও তাঁকে কাছছাড়া করেননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অধিকাংশ সময়েই মেসিকে জড়িয়ে ধরে, তাঁর কোমরের পাশে থেকে হাত গলিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে অরূপকে। এমনটাই দাবি BJP-র। 

মেসির হাতে অমর একুশের মোহনবাগানের জার্সি তুলে দিতে দেখা যায় সৃঞ্জয় বসুকে। শতদ্রু দত্তের সঙ্গে মেসির সামনেই তাঁর ধাক্কাধাক্কি হয়। ভিডিওতে ধরাও পড়েছে সেটি। এছাড়াও ছিলেন  BJP বিধায়ক অশোক দিন্দা ও তাঁর পরিবার। সর্বোপরি BJP-র দাবি যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে মেসির সঙ্গে মাঠের মধ্যেই ভিড় করে ছবি তুলতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়, ভাইঝি অগ্নিশা বন্দ্যোপাধ্যায়, অদিতি গায়েন (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও কর্মরত তিনি) এবং অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের দুই কন্যাকে। ভিড়ে দেখ গিয়েছে ইন্দ্রনীল রায়কে।এছাড়াও প্রেস স্ট্যান্ডের সামনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেসির সঙ্গে ছবি তোলায় ট্রোলের শিকার হয়েছেন। সেলফি তুলে রোষের মুখে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ম্যানেজার রাজদীপ ঘোষও। মাঠে যাওয়ার আগে হায়াত হোটেলের অনুষ্ঠানে সুজিত বসুর পরিবারও মেসির সঙ্গে ছবি তোলে। 

 

Read more!
Advertisement
Advertisement