Advertisement

Lionel Messi: 'উচিত হয়নি', বিশ্বকাপে ডাচ কোচ ও ফুটবলারদের সঙ্গে বচসা নিয়ে অনুতপ্ত মেসি

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে বিতর্কের মুখে পড়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচের শেষে শান্ত লিওনেল মেসির আগ্রাসী রূপ সামনে এসেছিল সেই দিন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করার পর মেসি কানে হাত দিয়ে কোচ লুই ভ্যান গালকে বার্তা দিতে চেয়েছিলেন। 

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • अपडेटेड 4:59 PM IST
  • ২০২২ সালের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা
  • নেদারল্যান্ডস ম্যাচে ঝামেলা নিয়ে মুখ খুললেন মেসি

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে বিতর্কের মুখে পড়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচের শেষে শান্ত লিওনেল মেসির আগ্রাসী রূপ সামনে এসেছিল সেই দিন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করার পর মেসি কানে হাত দিয়ে কোচ লুই ভ্যান গালকে বার্তা দিতে চেয়েছিলেন। 

তাঁকে দেখিয়ে দেখিয়ে সেলিব্রেট করেছিলেন সেই গোল। এমনকি ম‍্যাচ শেষে নেদারল্যান্ডসের কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন মেসি। সেই ঘটনা কারও অজানা নয়। তবে এবার এমন আচরণের জন্য ক্ষমা চাইলেন বিশ্ব ফুটবলের সুপারস্টার। সেই ম‍্যাচে ও রকম আচরণের জন‍্য আক্ষেপ যাচ্ছে না মেসির। বিশ্বকাপের পর প্রথম দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লিও। 

এক রেডিও সাক্ষাৎকারে মেসি বলেন,"যা করেছি তা একেবারেই ঠিক করিনি। ম্যাচের পরে যা ঘটেছে, সেটাও করাও উচিত হয়নি। এই মুহূর্ত গুলোতে অনেক টেনশন, উত্তেজনা থাকে। সব কিছুই খুব দ্রুত ঘটছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকা সকলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছিল। কোনও কিছুই পূর্ব পরিকল্পিত ছিল না। সবকিছুই ঘটে গিয়েছিল।" 

আরও পড়ুন: সুস্থ হচ্ছেন পন্ত, কবে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে?

নেদারল্যান্ডস ম‍্যাচে ডাচ স্ট্রাইকার ওয়েগহর্স্টকে অপমান করেছিলেন মেসি। সে নিয়েও কম জলঘোলা হয়নি। এই বিষয় নিয়ে মেসি বলেন," দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছিলাম। ফুটবলারদের সঙ্গে তো ম্যাচে একাধিকবার টেনশনের আবহ তৈরি হয়েছিল। মিক্সড জোনে ছিলাম। সেই ঘটনা স্রেফ ঘটে গিয়েছে।" 

আরও পড়ুন: পোলার্ডের বিশাল ছক্কা, বল নিয়ে চম্পট দিলেন যুবক

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর নেদারল্যান্ডসের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ফ্যান গল। তবে সেই ঘটনার জেরে এখনও অনুতপ্ত মেসি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। আর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। গ্রুপ পর্যায়ে সৌদি আরবের কাছে হারের পর দারুণ ভাবে ফিরে আসে তারা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement