Advertisement

Messi In Kolkata: কলকাতায় আবার আসবেন? যা বললেন মেসি

লিওনেস মেসির ৪ রাজ্যের GOAT ট্যুরের প্রথম দিনই কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু সে অনুষ্ঠান বিশৃঙ্খলায় পরিণত হয়। ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যেতে হয় মেসিকে। রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক স্টেডিয়াম। কিন্তু তার আগে কলকাতায় এসে মেসি কী বললেন?

কলকাতায় মেসি কলকাতায় মেসি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 6:13 PM IST
  • রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক স্টেডিয়াম
  • যুবভারতীর অনুষ্ঠান বিশৃঙ্খলায় পরিণত হয়
  • তার আগে কলকাতায় এসে মেসি কী বললেন?

চরম বিশৃঙ্খলতা, রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গনের দৃশ্যের শনিবার সকালটা ফুরফুরেই ছিল কলকাতায়। শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখার পর এ শহরে শনিবার সকালটা ছিল মেসির ভারত সফরের প্রথম পূর্ণ দিন। শেষটা খারাপ হলেও দিনের শুরুটা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। ফুটবলের শহরে এসেছে ফুটবলের রাজপুত্র কী বললেন? 

জনতার ক্ষোভ, অরাজগতা এবং পরবর্তীতে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হন এদিন। তবে সকালে এক এক করে শিডিউল অনুযায়ীই কলকাতায় ইন্টার মিয়ামি তারকা অনুষ্ঠানগুলিতে যোগ দেন। RPSG গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একান্তে আলাপচারিতাও করেন মেসি। ১৫ মিনিটের সেই কথোপকথনে কী বললেন মহাতারকা? 

মেসি কী বললেন?

সূত্রের খবর, মেসি বলেন, 'এবারের ভারত সফর অত্যন্ত স্পেশাল।' ফুটবল নিয়ে ভারতীয়দের আবেগ, ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন তিনি। বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই মানুষের ভালোবাসা দেখে মেসি ফুটবলের প্রতি প্যাশন সম্পর্কে আন্দাজ করতে পেরেছেন। 

মেসি বলেন, 'আমি আবার আসার জন্য অপেক্ষায় থাকব। ফুটবল আমার জীবন। তাই ফুটবল যারা ভালোবাসেন, তাদের দেখে খুব ভাল লাগছে।'

২০২২ সালে বিশ্বকাপ জেতার পর তাঁর অনুভূতি কেমন ছিল, এ প্রসঙ্গও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনায় উঠে আসে। দীর্ঘ বছরের অপেক্ষার পর অবশেষে হাতে কাপ তুলে নেওয়ার পর কী মনে হয়েছিল মেসির? প্রশ্ন করেন গোয়েঙ্কা। তিনি বলেন, 'মেসি অনেক বড় মাপের তারকা। এত কাছ থেকে তাঁর সঙ্গে আলোচনা করতে পেরে আমি আপ্লুত।'

মেসিকে স্পেশাল গিফট
সঞ্জীব গোয়েঙ্কা মেসির হাতে উপহার হিসেবে তুলে দেন সারেগামাপা কারভাঁ মিউজিক প্লেয়ার। যেখানে রয়েছে ৫ হাজার ভারতীয় গান। তিনি বলেন, '১০০ বছরের জনপ্রিয় ৫ হাজার ভারতীয় গান রয়েছে সারেগামাপার ওই মিউজিক প্লেয়ারে। ভারতের সংস্কৃতির একটি ছোট নিদর্শন তুলে দিতে চেয়েছিলাম আমরা। গানের চেয়ে ভাল আর কী-ই বা হতে পারে।' গোয়েঙ্কা জানান, মিউজিক প্লেয়ার হাতে পেয়ে সঙ্গে সঙ্গেই চালিয়ে দেখেন মেসি। বেশ ভাল লেগেছে তাঁর গানগুলি শুনে। 

Advertisement

উল্লেখ্য, এদিন সকালে হায়াত হোটেলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে স্পনসরদের সঙ্গে আলাপচারিতার পর সেই হোটেল থেকেই মন্ত্রী সুজিত বসু এবং শাহরুখ খানের উপস্থিতিতে লেকটাউনে তাঁর ৭০ ফুটের মূর্তি উন্মোচন করেন লিও মেসি। ভার্চুয়াল অনুষ্ঠানের পর তিনি পৌঁছন যুবভারতী স্টেডিয়ামে। তবে সেখানে সঠিক ভাবে নির্ধারিত অনুষ্ঠান করা যায়নি। ১০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান মেসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। 

GOAT সফরে এর পরবর্তীতে তাঁর অনুষ্ঠান রয়েছে হায়দরাবাদে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আর্জেন্টাইন তারকা। এরপর রবিবার তিনি যাবে মুম্বইয়ে। সোমবার তাঁর সফরের শেষ দিন দিল্লিতে অনুষ্ঠান রয়েছে। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। 

 

Read more!
Advertisement
Advertisement