ফের কোপা আমেরিকা (Copa America 2024) চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। দেশ ও ক্লাব মিলিয়ে মোট ৪৫টি ট্রফি জিতে ব্রাজিলের দানি আলভেজের (Dani Alvez) রেকর্ডও ভেঙে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ফাইনালে খেলতে নেমে প্রথমেই চোট পান মেসি। প্রথম চোটটা নিয়েই চালিয়ে যেতে থাকেন খেলা। দ্বিতীয়ার্ধে ফের চোট। শেষ পর্যন্ত মাঠ ছাড়তেই হল। মাথা নিচু করেও চোখ দিয়ে তাঁর জল পড়ার দৃশ্য দেখেই আশঙ্কায় ভুগতে থাকেন ফ্যানরা। তারপরই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কোন দলের হয়ে কোন ট্রফি জিতেছেন মেসি?
মেসি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে চারটি ট্রফির মধ্যে জিতেছেন ২০২২ সালের ফিফা বিশ্বকাপ, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দু'টি কোপা আমেরিকা এবং একটি ফাইনালিসিমা। লা লিগা জিতেছেন ১০টি। বার্সেলোনার হয়েই সব ক'টি। ফরাসি লিগ জিতেছেন পিএসজি-র হয়ে তাও দুইবার। চারটি UEFA চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও জিতেছেন বার্সেলোনার হয়ে, বাকি ১৭টি ঘরোয়া কাপের মধ্যে বার্সেলোনার হয়ে ১৫টি, পিএসজির জার্সিতে একটি, এমএলএস লিগে ইন্টার মিয়ামির হয়ে একটি।
২০২২ সালে বিশ্বকাপ জেতা হয়ত তাঁর জীবনের সেরা হয়ে থেকে যাবে। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে ফাইনালে জার্মানির বিরুদ্ধে হেরে গিয়ে স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। সেই কারণেই ২০২২-এর বিশ্বকাপ জেতা স্পেশাল।
২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতে নিয়েছেন লাউতারো মার্টিনেজ। গোল্ডেন বুট পেয়ে গিয়েছেন। কোপায় মোট পাঁচটি গোল করেছেন । চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন। ফাইনালেও তিনি হতাশ করলেন না । ১১২ মিনিটে তিনি যে গোলটা করেন, তাতেই ট্রফি জিতল আর্জেন্টিনা । সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । গোটা টুর্নামেন্টে একাধিক গোল সেভ করেছেন । কোপা আমেরিকার সেরা খেলোয়াড় কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ । কোপা জিতে উঠে মেসি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। হয়তো শেষবারের মতো কোপা আমেরিকা খেলে ফেললেন।