মরশুমটা দারুনভাবে শুরু করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবুও গত মরশুমটা একেবারেই ভাল যায়নি লিওনেল মেসির। দীর্ঘ ১৮ বছরে এই প্রথমবার। ব্যালন ডি'অর (Ballon d'or)-এর লড়াইয়ে লিওনেল মেসি জায়গা পেলেন না। সাতবার ব্যালন ডি'অর জিতেছেন মেসি। যা বিশ্ব ফুটবলে একটা বড় রেকর্ড। তবে এবার ব্যালন ডি'অর-এর প্রাথমিক তালিকায় জায়গা হল না আর্জেন্টাইন সুপার স্টারের।
তালিকায় রয়েছেন রোনাল্ডো
শুক্রবার রাতে প্যারিসের দফতর থেকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা ৩০ জন ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আর তাতে নাম নেই লিওনেল মেসির। ২০০৫ সালের পর এই প্রথমবার, এই তালিকায় নাম নেই আর্জেন্টাইন সুপারস্টারের। তবে একা মেসি নন, বাছাই করা ৩০ জন ফুটবলারের তালিকায় নাম নেই নেইমারেরও (Neymar)। যদিও ব্যালন ডি'অরের ৩০ জন ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
গত মরশুমে ১১টি গোল ছিল মেসির
গত মরশুমে বার্সিলোনা (FC Barcelona) ছেড়ে পিএসজিতে (PSG) যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে এসে নিজের সেরা পারফরম্যান্স এখনও পযর্ন্ত দেখাতে পারেননি লিওনেল মেসি। তারকাখচিত পিএসজি দলের হয়ে গোটা মরশুমে মাত্র ১১টি গোল করেছিলেন মেসি। যদিও ১৪টি অ্যাসিস্ট ছিল তাঁর। আসলে গত মরশুমে ফরাসি লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে তেমন ভাল কিছু করতে পারেনি পিএসজি। তার পাশাপাশি খুব বেশি গোল করতেও পারেননি মেসি। সম্ভবত সেই জন্যই তালিকা থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। তবে এই ঘটনায় মর্মাহত তাঁর ফ্যানরা।
সাতবার ব্যালন ডি'অর জিতেছেন মেসি
এখনও পযর্ন্ত সব থেকে বেশি ৭ বার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। গত বছরও ব্যালন ডি'অর ট্রফি উঠেছিল তাঁর হাতেই। দীর্ঘ ১৮ বছর পরে প্রথমবার প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন মেসি। ২০০৫ সাল থেকে গতবছর পর্যন্ত টানা, বাছাই করা ৩০ জনে নাম থাকত মেসির।
৩০ জনের তালিকা
থিবাউট কোর্তোয়া, রাফায়েল লিয়াও, ক্রিস্টোফার নকুনকু, মোহাম্মদ সালাহ, জোশুয়া কিমিচ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বার্নার্ডো সিলভা, লুইস দিয়াজ, রবার্ট লেভান্ডোস্কি, রিয়াদ মাহরেজ, ক্যাসেমিরো, হিউং-মিন সন, ফ্যাবিনহো, করিম বেনজেমা, মাইক বেনজেমা। হ্যারি কেন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হ্যালার, লুকা মড্রিক, আন্তোনিও রুডিগার, ক্রিশ্চিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইন, ডুসান ভ্লাহোভিচ, ভার্জিল ভ্যান ডাইক, জোয়াও ক্যানসেলো, কিলিয়ান এমবাপ্পে এবং এরলিং হ্যাল্যান্ড।