Advertisement

Argentina Football: কোপা আমেরিকায় মেসিদের কোচ বিশ্বকাপ জেতানো স্কালোনি

আরও কিছুদিন লিওনেল মেসিদের হেড কোচ পদেই থাকছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্বে থাকতে চলেছেন তিনি। এমনটাই সূত্রের খবর। ২০২২-এ কাতার বিশ্বকাপ জিতেই আর্জেন্টিনার জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন স্কালোনি। হেড কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন মেসিদের কোচ। জানা যাচ্ছে, কোপা আমেরিকা প্রতিযোগিতা পর্যন্ত নীল-সাদা বাহিনীর কোচের পদে থাকবেন স্কালোনি।

স্ক্যালোনি বলেছেন যে তিনি এফএ সভাপতি এবং খেলোয়াড়দের সাথে আলোচনা করবেন (সৌজন্যে: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2024,
  • अपडेटेड 11:55 PM IST
  • দায়িত্ব বাড়ল স্কালোনির
  • কপা আমেরিকা অবধি মেসিদের কোচিং করাবেন

আরও কিছুদিন লিওনেল মেসিদের হেড কোচ পদেই থাকছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্বে থাকতে চলেছেন তিনি। এমনটাই সূত্রের খবর। ২০২২-এ কাতার বিশ্বকাপ জিতেই আর্জেন্টিনার জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন স্কালোনি। হেড কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন মেসিদের কোচ। জানা যাচ্ছে, কোপা আমেরিকা প্রতিযোগিতা পর্যন্ত নীল-সাদা বাহিনীর কোচের পদে থাকবেন স্কালোনি।

জনপ্রিয় ইটালির সাংবাদিক টুইটারে এক পোস্টের মাধ্যমে জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তাপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন স্কালোনি। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোপা পর্যন্ত দলের কোচের পদে থাকবেন। এদিকে স্কালোনির সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।

২০১৮ সালে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব নেন স্কালোনি। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে নীল-সাদার দেশকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করেন তিনি। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। শেষ অবধি চাপ ধরে রেখে খেলার পুরস্কার পেয়ে গিয়েছিল তারা। আর সেই কারণেই স্কালোনিকে নিয়ে শুরু হয় শোরগোল। 

মেসির পাশাপাশি তাঁর কোচিং স্ট্র্যাটেজি নিয়েও কথা হতে থাকে বিশ্ব ফুটবলে। বিশেষ করে সৌদি আরবের কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারের পর যেভাবে ঘুরে দাড়িয়েছিল তাঁর দল তা নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপের পরেও জয়ের ধারা অব্যহত রেখেছে আর্জেন্টিনা। আর সেই কারণেই স্কালোনিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের ফুটব প্রশাসন।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement