Advertisement

Litton Das: কলকাতায় লিটন, শক্তি বাড়াচ্ছে KKR, কবে মাঠে নামতে পারেন বাংলাদেশি তারকা?

রবিবার শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আরও এক তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে রবিবার অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর এমনিতেই বেশ আত্মবিশ্বাসী কেকেআর। এরসঙ্গে বাংলাদেশি তারকা যোগ দেওয়ায় আরও শক্তিশালী হল নাইটরা। কলকাতায় চলে এলেও দল আহমেদাবাদ থেকে ফিরলে রিঙ্কু সিং (Rinku Singh), নীতিশ রানাদের (Nitish Rana) সঙ্গে যোগ দেবেন লিটন।

লিটন দাস ও কেকেআর দললিটন দাস ও কেকেআর দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2023,
  • अपडेटेड 12:44 PM IST
  • শহরে চলে এলেন লিটন দাস
  • কবে মাঠে নামবেন তিনি?

রবিবার শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আরও এক তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে রবিবার অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর এমনিতেই বেশ আত্মবিশ্বাসী কেকেআর। এরসঙ্গে বাংলাদেশি তারকা যোগ দেওয়ায় আরও শক্তিশালী হল নাইটরা। কলকাতায় চলে এলেও দল আহমেদাবাদ থেকে ফিরলে রিঙ্কু সিং (Rinku Singh), নীতিশ রানাদের (Nitish Rana) সঙ্গে যোগ দেবেন লিটন।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন বাংলাদেশি ব্যাটার। শাকিব আল হাসান জানিয়ে দিয়েছন, পারিবারিক কারণে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না তিনি। ঠিক সেই সময় আরও এক তারকা দলে যোগ দেওয়ায়, কেকেআর-এর শক্তি যে অনেকটাই বেড়ে গেল তা বলাই যায়। শাকিবের বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে কেকেআর। তাঁর জায়গায় দলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ইংল্যান্ডের জেসন রয়। যদিও গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। 

আরও পড়ুন: 

আরও পড়ুন

বাংলাদেশের (Bangladesh) আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন এবং শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) পায়নি কেকেআর (KKR)। বাংলাদেশের হয়ে ওপেন করা লিটন কেকেআর-এর ওপেনিং সমস্যা মেটাতে পারেন কিনা সেটাই এখন দেখার। তবে সেক্ষেত্রেও একটা সমস্যা থেকেই যাচ্ছে। চার বিদেশী কারা হবেন? কারণ, ওপেনিং-এ  আফগানিস্তানের (Afghanistan) রহমনউল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) রয়েছেন। তিনি বেশ ভালো খেলছেন। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে দারুণ হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। আহমেদাবাদে তিনি রান পেয়ে গেলে হায়দরাদরাবাদের বিরুদ্ধে ম্যাচে লিটনের জায়গা পাওয়া কঠিন হবে। ওপেনিং-এ দুই বিদেশী নিয়ে কোটা ভরাতে চাইবেন না নীতিশ রানারা (Nitish Rana)।

শাকিব আল হাসান এবং লিটনকে নিলামে কিনতে মোট ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। শাকিব যদিও আইপিএলে আসতে পারেননি। পারিবারিক কারণে তাঁকে বাংলাদেশেই থেকে যেতে হয়েছে। তাঁর বদলে জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। শাকিব না এলেও লিটন আসবেন। পরে যদিও চলে যাবেন। মে মাসেই আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যেতে হবে লিটনকেও। শাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও, দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) শুরু থেকেই রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। 
     

Advertisement
Read more!
Advertisement
Advertisement