Advertisement

Ex-Indian cricketer Joins Politics: রাজনীতিতে যোগ দিলেন IPL জেতা নামী ক্রিকেটার, কোন দলে?

ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়া নিয়ে কম নাটক হয়নি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতা আম্বাতি রায়ডু এবার যোগ দিলেন রাজনীতিতে। তবে তিনি জে রাজনীতিতে আসতে চান তা আগেই জানিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন সতীর্থের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যদিও নতুন করে তাই কোনও নাটক নেই। 

Aajtak Bangla
  • বিজয়ওয়ারা,
  • 28 Dec 2023,
  • अपडेटेड 7:09 PM IST
  • রাজনীতিতে যোগ দিলেন রায়ডু
  • YSR কংগ্রেসে যোগ দিলেন IPL জেতা ক্রিকেটার

ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়া নিয়ে কম নাটক হয়নি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতা আম্বাতি রায়ডু এবার যোগ দিলেন রাজনীতিতে। তবে তিনি জে রাজনীতিতে আসতে চান তা আগেই জানিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন সতীর্থের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যদিও নতুন করে তাই কোনও নাটক নেই। 

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। সেই জন্য রাজনীতির মঞ্চে নাম লেখানোর সিদ্ধান্ত নিলেন আম্বাতি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির উপস্থিতিতে যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টিতে (YSR Congress) যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার। ছিলেন অন্ধ্র প্রদেশের উপ মুখ্যমন্ত্রী নারায়ণ স্বামী এবং সাংসদ পেদ্দিরেড্ডি মিঠুন রেড্ডিও। তাঁরা সকলেই প্রাক্তন ক্রিকেটারকে দলে স্বাগত জানিয়েছেন।

 

YSRCP-এর এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, 'বিখ্যাত ভারতীয় ক্রিকেটার আম্বাতি তিরুপতি রাইডু সিএম ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী শ্রী ওয়াই এস জগনের উপস্থিতিতে YSR কংগ্রেস পার্টিতে যোগদান করেছেন। ডেপুটি সিএম নারায়ণ স্বামী এবং এমপি পেদ্দিরেড্ডি মিঠুন রেড্ডি এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।' 

গত মরসুমে চেন্নাই সুপার কিংসকে আইপিএল জেতানোর পর অবসর নিয়ে নেন রায়ডু। তারপরেই তিনি জানিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে আসতে চান। তিনি বলেন, 'সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। তাদের সমস্যার সমাধান করতে চাই। তাই খুব তাড়াতাড়ি আমি রাজনীতিতে যোগ দেব। তার আগে আমি গোটা অন্ধ্র প্রদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করব। সাধারণ মানুষের কোথায় সমস্যা হচ্ছে তা ভালো করে জানার চেষ্টা করব।' 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে গুন্টুর বা মাছিলিপত্তনম সংসদীয় আসন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছিল। তবে সেই সময় তিনি জানান, 'আমি রাজনীতিতে কীভাবে আসব এবং কোন প্ল্যাটফর্ম বেছে নেব সে সম্পর্কে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে তবেই রাজনীতির ময়দানে নামবো।'

Advertisement

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement