আমেরিকার প্রাক্তন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলায় মাতলেন মহেন্দ্র সিং ধোনি। সাধারণ ভাবে ধোনি কোনও আপডেট দেন না সোশ্যাল মিডিয়ায়। এখন আমেরিকায় গিয়েছেন এমএস ধোনি। ইউএস ওপেন দেখতে গিয়েছেন মাহি। নিউ ইয়র্কে আলকারাজের কোয়ার্টার ফাইনালে দেখা যায় তাঁকে।
এবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন তিনি। সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে নয়া লুকে ধরা দিলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ছবি ভাইরাল গল্ফ নিয়মিত খেলেন কপিল দেব, যুবরাজ সিং, ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকররা। কিন্তু মাহি যে গল্ফ কোর্সেও সমান ভাবে স্বচ্ছন্দ, এদিনের আগে সেটা হয়তো তেমন কেউ জানতেন না। অন্যদিকে ট্রাম্প হচ্ছেন যাকে বলে গল্ফ প্রেমী। হোয়াইট হাউসে থাকাকালীনও নিজের প্রাইভেট গল্ফ কোর্সে ঘনঘন চলে যেতেন।
তাঁর ব্যক্তিগত গল্ফ কোর্সে এসে খেলে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় গল্ফার সহ অন্য ফিল্ডের সেলিব্রেটিরাও। ন্যাশনাল গল্ফ কোর্স বেডমিনিস্টারে গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তারকাই একসঙ্গে গলফ খেলছেন। ধোনির টেকনিকের ওপর নজর রাখছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। ট্রাম্প যখন ভারত সফরে এসেছিলেন তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেও ক্রিকেটের প্রসঙ্গ টেনে এনেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। তাই ধোনির কত ভক্ত রয়েছেন সেটা সম্বন্ধে ওয়াকিবহাল ট্রাম্প। আমেরিকায় ক্রিকেট খুব জনপ্রিয় না হলেও, মেজর লিগ ক্রিকেট ও পরের বছর বিশ্বকাপের মাধ্যমে জনমানসে ক্রিকেট নিয়ে সচেতনতা বাড়বে বলেই আশা করা হছে। অন্যদিকে ধোনি কী পরের বছর আইপিএল খেলবেন, এখন সেটাই একমাত্র চিন্তা ভারতীয় ফ্যানদের। এই মরশুমে ফের ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস।