Advertisement

IPL 2022: দারুণ ফর্মে ধোনি, নেমেই ছক্কা হাঁকালেন আভেশ খানকে

শিবম দুবে আউট হওয়ার পর ব্যাট করতে আসেন প্রাক্তন অধিনায়ক। উল্টোদিকে তখন বল করছিলেন আভেশ খান। শুধু প্রথম বলে ছক্কা মারাই নয়, পরের বলে ফের চার মারেন তিনি। 

এমএস ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2022,
  • अपडेटेड 1:35 AM IST
  • লখনউয়ের বিরুদ্ধে এমএস ধোনির পারফরম্যান্স
  • দলের হয়ে ঝড়ো ক্যামিও খেলেছেন ধোনি

দারুণ ফর্মে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super KIngs) প্রাক্তন ক্যাপ্টেন এমএস ধোনি (MS Dhoni)। বৃহস্পতিবার ফের তাঁর ফর্মের ঝলক দেখা গেল। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই প্রথম বলে ছক্কা হাঁকালেন ধোনি। 

শিবম দুবে আউট হওয়ার পর ব্যাট করতে আসেন প্রাক্তন অধিনায়ক। উল্টোদিকে তখন বল করছিলেন আভেশ খান। শুধু প্রথম বলে ছক্কা মারাই নয়, পরের বলে ফের চার মারেন তিনি। 

মহেন্দ্র সিং ধোনি তার ইনিংসে মাত্র ৬ বল খেলেছিলেন, যেখানে তিনি প্রথম এবং শেষ বলে বাউন্ডারি মেরেছিলেন। চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ বলে ক্রিজে ছিলেন ধোনি। চার মেরে ইনিংস শেষ করেন তিনি। ধোনির এই ক্যামিওর কারণে চেন্নাই সুপার কিংসের দল ২১০ রান করতে সক্ষম হয়।  
প্রথম বল - ৬ রান
দ্বিতীয় বল - ৪ রান
তৃতীয় বল - ০ রান
চতুর্থ বল - ০ রান
পঞ্চম বল - ২ রান
ষষ্ঠ বল - ৪ রান 
 

এই ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ

করলেন মহেন্দ্র সিং ধোনি। এমএস ধোনি এখনও পর্যন্ত মোট ৩৪৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৭০০০ রান করে ফেলেছেন তিনি। এমএস ধোনির গড় ৩৮.৬৮। 

আরও পড়ুন: শামির প্রশংসা করে পাক রোষে পাঠান, পাল্টা দিলেন তিনিও

আরও পড়ুন:  রবি বিষ্ণোইয়ের দারুণ থ্রো, রান আউট CSK-র তারকা ব্যাটার

চেন্নাই সুপার কিংস - ৪৬৮৭ রান
পুনে সুপার জায়ান্টস - ৫৭৪ রান
আন্তর্জাতিক - ১৬১৭ রান
ঝাড়খণ্ড - ১২৩ রান 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement