Advertisement

Mamata Banerjee On East Bengal Derby Win: 'শুধু ডার্বি জিতলে হবে না...' ইস্টবেঙ্গলকে নতুন 'টার্গেট' দিলেন মমতা

শনিবারই ডুরান্ড কাপে (Durand Cup 2023) ডার্বি জিতেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাতে খুশি নন। বুধবার মহমেডানের (Mohammedan Sporting) ক্লাব তাঁবু উদ্বোধনে এসে ইস্টবেঙ্গল দল নিয়ে এ কথাই জানান মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2023,
  • अपडेटेड 9:15 PM IST

শনিবারই ডুরান্ড কাপে (Durand Cup 2023) ডার্বি জিতেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাতে খুশি নন। বুধবার মহমেডানের (Mohammedan Sporting) ক্লাব তাঁবু উদ্বোধনে এসে ইস্টবেঙ্গল দল নিয়ে এ কথাই জানান মমতা।
 

ISL জিততে হবে
মহামেডানের অনুষ্ঠানে এসে বক্তৃতা করতে উঠে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইস্টবেঙ্গলের টিমটা ভাল হয়নি। এ বার ইস্টবেঙ্গলের টিম ভাল করতে হবে।’ এর পরেই দেবব্রত উঠে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন শনিবারের ডার্বি জয়ের কথা। তা শুনে মমতা বলেন, ‘একটা তো ম্যাচ জিতেছ। মোহনবাগানকে হারানোটা কোনও কথা নয়। আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে।’ এর আগে যদিও মহামেডানকে আইএসএল খেলতে হবে বলেও জানান তিনি। মমতা বলেন, ‘‘আমিও কিছু টাকা দেব। মাইনে টাইনে নিই না। পেনশন টেনশন নিই না। বই লিখে যা পাই, তা থেকে আমি কিছু টাকা দেব। এখন থেকেই চেষ্টা করুন। আগামী বছর আপনারা আইএসএল খেলবেন আমি দেখতে চাই। মোহনবাগান প্রথম খেলেছে। তার পরে ইস্টবেঙ্গল খেলেছে।‘


শুধু তাই নয়, টাকার দরকার হলে, সমর্থকদের কাছ থেকে ক্রাউড ফান্ডিং-এর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। এর আগে ইস্টবেঙ্গল ক্লাবও একই পথে হেঁটেছে। তবে তা আইএসএল খেলার জন্য নয়। ক্লাবের উন্নতির জন্য। পরিকাঠামো আরও ভালো করার জন্য। প্রয়োজনে তিনিও কিছু টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। 


নতুন ঝাঁ চকচকে ক্লাব তাঁবুর পাশে সাদামাটা সদস্য গ্যালারি বেমানান মনে হয় মুখ্যমন্ত্রীর। গ্যালারি আরও সুন্দর করার পরামর্শ দেন মমতা। বাকেট চেয়ারের ব্যবস্থা করতে বলেন তিনি। শুধু ব্যবস্থা করাই নয়, সেনাবাহিনীর সঙ্গে কথা বলে দ্রুত তা সংস্কার করার নির্দেশ দেন সাদা-কালো কর্তাদের। মুখ্যমন্ত্রী বলেন, ‘৬০ লাখ টাকা দিয়ে গেলাম। কিন্তু আমি এসে দেখতে চাই যে এটা কমপ্লিট হয়েছে।‘ 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement