প্রতারণার শিকার হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানালেন পাঁচ বারের ব্যালন ডি ওর জেতা রোনাল্ডো। ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হ্যাগের (Erik Ten Hag) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। সেগুলি যে নিছক গুজব নয়, তা পরিষ্কার হয়ে গেল সিআর সেভেনের বন্তব্যেই।
তবে শুধু ম্যানেজার নয় ক্লাব কর্তাদের বিরুদ্ধেও ক্ষোভের কথা জানিয়েছেন রোনাল্ডো। এক সাক্ষাৎকারে তিনি বলেন,''শুধু কোচই নয়, ক্লাবের আশেপাশে আরও দু-তিনজন লোক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বুঝতে পারছি যে কিছু লোক আমাকে এখানে চায় না। শুধু এই বছর নয়, গত বছরও একই সমস্যা হয়েছিল।"
রোনাল্ডো আরও জানিয়েছেন, জুলাইয়ে যখন তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন ক্লাবের পক্ষ থেকে কেউই তাঁর পাশে দাঁড়াননি। উল্টে তাঁরা সন্দেহ করে গিয়েছেন রোনাল্ডোকেই। তিনি বলেন, ''আমি ভক্তদের সত্যিটা জানাতে চাই। ক্লাবের জন্য সেরাটা চাই বলেই ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি। কিন্তু ক্লাবের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ক্ষতি করছে। সেই জন্যই আমাদের দল ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মত চ্যাম্পিয়ন হতে পারছে না। আমাদের শীর্ষে থাকার কথা। কিন্তু তা হচ্ছে না।''
কী ভাবে শুরু হয় এই বিতর্ক?
গত মাসে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো পরিবর্ত হিসেবে নামতে অস্বীকার করেন। শুধু তাই নয়, টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান। শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি হয় তাঁর। পরে অবশ্য দলে ফিরে আসেন এবং গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইউনাইটেডের নেতৃত্ব দেন। যদিও সেই ম্যাচে হেরে যায় রেড ডেভলসরা। গতকাল ফুলহ্যামের বিরুদ্ধে ইউনাইটেডের ম্যাচে আবারও দলে জায়গা হয়নি রোনাল্ডোর।
ম্যানেজার এরিক টেন হ্যাগ সম্পর্কে রোনাল্ডো বলেন, "আমি তাঁকে একটুও সম্মান করি না। কারণ সেও আমার প্রতি সম্মান দেখায় না। আপনি যদি আমাকে সম্মান না করেন, তবে আমি কখনই আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না"।