১৫ আগস্ট মধ্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) সাময়িক নির্বাসিত করেছে ফিফা (FIFA)। এই নির্বাসনের ফলে গভীর সঙ্কটে ভারতীয় ফুটবল (Indian Football)। তবে এরই মধ্যে নয়া ইতিহাস গড়লেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয় উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Womens Champions League) খেলতে নামেন মনীষা। আর মাঠে নামতেই ইতিহাস গড়লেন তিনি।
ইতিহাস গড়লেন মণীষা
বৃহস্পতিবার সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয়ে ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন মনীষা। আর তাতেই রচিত হল নয়া ইতিহাস। সেই ম্যাচে লাটভিয়ার ক্লাব রিগাকে ৩-০ গোলে হারায় অ্যাপোলোন লেডিস। সদ্য জাতীয় দল ও গোকুলাম কেরল এফসির হয়ে দুরন্ত পারফর্ম করেছেন ভারতের এই মহিলা ফুটবলার। তারপরেই ট্রায়াল দিয়ে সাইপ্রাসের দলে সুযোগ পান মনীষা। সম্প্রতি এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন তিনি।
আরও পড়ুন: বাবর আজম রোনাল্ডো-মেসির মিশ্রণ; PAK ক্রিকেটার মন্তব্য VIRAL
ফিফায় নির্বাসিত ভারতীয় ফুটবল
ফিফার নির্বাসনের জেরে ভারতের জাতীয় দল বা কোনও ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারছে না। কোনও ক্লাব নতুন করে বিদেশী ফুটবলারও রেজিস্টার করাতে পারছে না। তবে ভারতের কোনও ফুটবলার যদি বিদেশি ক্লাবে খেলেন, সেক্ষেত্রে তাঁর মাঠে নামতে কোন সমস্যা নেই। আর সেই কারণেই মনীষাও অ্যাপোলোন হয়ে মাঠে নেমে ইতিহাস গড়ার সুযোগ পান।
আরও পড়ুন: ধাওয়ানের ভাংড়া, বাটলারকে নাচ শেখান দেখুন চাহাল-ধনশ্রীর সেরা ৫ রিল
মনীষার সাফল্যে উচ্ছ্বসিত সন্দেশ
মনীষার এই কৃতিত্বে দারুণ খুশি ভারতীয় দলের ফুটবলার সন্দেশ ঝিঙ্গন। তিনি নিজেই বারবার ইউরোপে খেলতে চেয়েছেন। তবে নানা কারণে তা হয়ে ওঠেনি। আর সেই জন্যই মনীষার সাফল্যে দারুণ খুশি ব্দেঙ্গালুরু এফসি-র তারকা ফুটবলার। তিনি গত মরশুম অবধি এটিকে মোহনবাগানে ছিলেন। তবে এবার চলে আসেন বেঙ্গালুরুতে। আসলে তিনি চেয়েছিলেন বিদেশের মাটিতে খেলতে। বিশেষত ইউরোপের কোনও ক্লাবে। সেই জন্যই তাঁর সঙ্গে চুক্তি পুনঃনবীকরণ করান হয়নি। শেষে তিনি বেঙ্গালুরু এফসিতেই যোগ দেন।