Advertisement

Manu Bhaker: 'পুরস্কার পাওয়া আমার লক্ষ্য নয়', খেলরত্ন ইস্যুতে অবশেষে মুখ খুললেন মনু ভাকর

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম নেই অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের। এমন জল্পনা তৈরি হয়েছে। তারপর থেকে দানা বেঁধেছে বিতর্ক। 'মেয়েকে অ্যাথলিট না বানিয়ে ক্রিকেটার বানালে ভালো করতাম' কটাক্ষ করেছেন মনুর বাবা।

Manu Bhaker
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Dec 2024,
  • अपडेटेड 5:16 PM IST
  • পুরস্কার পাওয়া তাঁর জীবনের লক্ষ্য নয়
  • তাঁর টার্গেট হল খেলে যাওয়া, জানালেন মনু ভাকর

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকায় নাম নেই অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের। এমন জল্পনা তৈরি হয়েছে। তারপর থেকে দানা বেঁধেছে বিতর্ক। 'মেয়েকে অ্যাথলিট না বানিয়ে ক্রিকেটার বানালে ভালো করতাম' কটাক্ষ করেছেন মনুর বাবা। এবার সেই নিয়ে মুখ খুললেন মনু নিজে। তিনি সাফ জানালেন, পুরস্কার পাওয়া তাঁর জীবনের লক্ষ্য নয়। 

ভাকর এই নিয়ে লেখেন, 'খেলরত্ন পুরস্কার ইস্যুতে অনেক কথা বলা হচ্ছে। তবে একজন অ্যাথলিট হিসেবে আমার দায়িত্ব খেলে যাওয়া। আমি সেটাই করছি। দয়া করে এটা নিয়ে জল্পনা বাড়াবেন না।' ভাকরের পোস্ট থেকে পরিষ্কার তিনি বিরক্ত। 

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে বারবার দাবি করা হয়েছে, মনু ভাকর পুরস্কারের জন্য আবেদনই করেননি। সেখানে মনুর বাবা রাম কিষান পাল্টা দাবি করেন, তাঁদের তরফে আবেদন করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার তা নিয়ে আর কিছু জানায়নি।

এর আঘে ইন্ডিয়া টুডে-কে মনু ভাকরের বাবা বলেন, 'আমার মেয়ে একটা অলিম্পিকে জোড়া পদক পেয়েছে। তারপরও যদি পুরস্কার ভিক্ষা চাইতে হয় তাহলে পদকের মানে কী থাকল?' তাঁর আরও সংযোজন, 'পদক দেওয়া হবে কি হবে না তা নিয়ে একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন। গোটা কমিটি তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। আমি তো বুঝতেই পারছি না কী হচ্ছে। এভাবে কি একজন অ্যাথলিটকে উৎসাহ দেওয়া যায়? আমরা পদকের জন্য আবেদন করেছিলাম। পরে শুনেছি, আমাদের আবেদন নিয়ে কোনও কাজ করা হয়নি। তাহলে বাবা-মা কীভাবে তার ছেলে-মেয়েদের খেলাধুলোয় উৎসাহ দেবে? দেখে শুনে মনে হচ্ছে, সন্তানকে সরকারি অফিসার বানানোর জন্য মন দেওয়া উচিত বাবা-মা'দের।' 

প্রসঙ্গত, মনু ভাকর ২০২০ সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন। প্যারিস অলিম্পিকে তিনি জোড়া পদক জিতে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন। ভারত এবার মোট ৬টি পদক পেয়েছিল। মনুর দুটি ব্রোঞ্জ পদক এসেছিল মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট এবং অন্যটি জিতেছিলেন সরবজোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement