Advertisement

County Championship 2022: লাবুশেনের বল সোজা স্টোকসের পেটে! ব্যথায় কাতরে শুয়ে পড়লেন...

লাবুশেনের শর্ট বলটি স্টোকসের পেটে সরাসরি আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এখান থেকে লাবুশেন প্রথমে তাঁকে সরি বলেন, তারপর স্টোকসের কাছে এসে মজার ভঙ্গিতে বল দেখাতে থাকেন। এর পর বেন স্টোকসও সঙ্গে সঙ্গে উঠে স্ট্রেচিং শুরু করেন। এরপর আবার খেলা শুরু হয়। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

লাবুশেনের বল খেলতে গিয়ে আহত স্টোকসলাবুশেনের বল খেলতে গিয়ে আহত স্টোকস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2022,
  • अपडेटेड 5:47 PM IST
  • ব্যথায় কাতরাতে থাকেন স্টোকস
  • কাউন্টি ক্রিকেটে খেলছেন

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ কিছু ঘটনা ঘটছে। ইংল্যান্ডের নতুন টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস ডারহাম এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্নাস লাবুশেন গ্ল্যামারগনের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এ ডারহাম ও গ্ল্যামরগান দলের মধ্যে ১২ মে থেকে ৪ দিনের ম্যাচ খেলা হচ্ছে। 

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ডারহাম দল, তখন ছয় নম্বরে ব্যাট করতে আসা বেন স্টোকস, গ্ল্যামারগানের লাবুশেনের মুখোমুখি হন। স্টোকস ৫২ বলে ৩৩ রানে খেলছিলেন।  এমন সময় বোলিংয়ে আসা লেগ-স্পিনার লাবুসেন একটি শর্ট বল রাখেন, যা বেন স্টোকস সামলাতে পারেননি।

স্টোকসের সঙ্গে মজা করেন লাবুশেন

আরও পড়ুন

লাবুশেনের শর্ট বলটি স্টোকসের পেটে সরাসরি আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এখান থেকে লাবুশেন প্রথমে তাঁকে সরি বলেন, তারপর স্টোকসের কাছে এসে মজার ভঙ্গিতে বল দেখাতে থাকেন। এর পর বেন স্টোকসও সঙ্গে সঙ্গে উঠে স্ট্রেচিং শুরু করেন। এরপর আবার খেলা শুরু হয়। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ম্যাচে ডারহাম প্রথমে ব্যাট করে ৩১১ রান করে। এতে ১১০ বলে ৮২ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। মারনাস লাবুশেন ম্যাচে ৮.৩ ওভার বল করেছিলেন, ৪২ রান দিলেও উইকেট পাননি। ম্যাচে প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে গ্ল্যামারগান দল। ক্যাপ্টেন ডেভিড লয়েড ৮ ও লাবুশেন ১৬ রানে অপরাজিত থাকেন। 

জো রুটের পর টেস্ট দলের অধিনায়ক হন বেন স্টোকস

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে বাজে ভাবে হারতে হয়েছিল ইংল্যান্ড দলকে। অস্ট্রেলিয়া তাদের ৪-০ ব্যবধানে হারিয়ে যায়। এর আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। চলতি বছরের জুলাইয়ে সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন জো রুট। এরপর বেন স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে ইংল্যান্ডকে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement