Advertisement

Mayank Agarwal: বিমানে উঠে হঠাৎ অসুস্থ ভারতীয় ওপেনার, ভর্তি করা হল ICU-তে

বিমানে উঠে অসুস্থ হয়ে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল। আইসিইউ-তে ভর্তি করতে হল কর্ণাটক ক্যাপ্টেনকে। সর্বভারতীয় সংমাধ্যমের খবর অনুযায়ী, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সুরাটের বিমানে উঠেছিলেন মায়াঙ্ক। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে আগরতলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে আইসিইউতে রাখতে হয়েছে।

Aajtak Bangla
  • আগরতলা,
  • 30 Jan 2024,
  • अपडेटेड 7:52 PM IST
  • বিমানের মধ্যেই অসুস্থ মায়াঙ্ক
  • ভর্তি করা হল ICU-তে

বিমানে উঠে অসুস্থ হয়ে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। আইসিইউ-তে ভর্তি করতে হল কর্ণাটক ক্যাপ্টেনকে। সর্বভারতীয় সংমাধ্যমের খবর অনুযায়ী, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে দিল্লী হয়ে রাজকোট গামী বিমানে উঠেছিলেন মায়াঙ্ক। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে আগরতলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে আইসিইউতে রাখতে হয়েছে।

এখন কেমন আছেন ওপেনার?
রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ত্রিপুরায় গিয়েছিল কর্ণাটক দল। ত্রিপুরার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে কর্ণাটক। সেখান থেকেই টিম যাচ্ছিল সুরাটে। সূত্রের খবর, একটি বোতল থেকে জল খেয়েছিলেন মায়াঙ্ক। তারপরই তাঁর বুক জ্বালা করতে থাকে। বিমানের জরুরি অবতরণ করানো হয়। কর্ণাটক অধিনায়ক মায়াঙ্কের পাশাপাশি টিম ম্যানেজার রমেশকেও ভর্তি করাতে হয়। হাসপাতাল সূত্রে খবর, মায়াঙ্ক এখন বিপদ মুক্ত।

তদন্তে পুলিশ

মায়াঙ্ক আগরওয়াল আগরতলা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ফ্লাইটে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, ইন্ডিয়া টুডে সূত্র মারফৎ জানা যাচ্ছে, কর্ণাটক দল সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পরবর্তী রঞ্জি ট্রফি খেলার জন্য আগরতলা থেকে রাজকোট যাচ্ছিল।

কর্ণাটক এর পরের ম্যাচ খেলবে রেলওয়েজের বিরুদ্ধে। ম্যাচটি হবে সুরাটের লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে। ২ তারিখ থেকে মুখোমুখি হবে দুই দল। জাতীয় দলে ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন মায়াঙ্ক। ভাল ছন্দেও রয়েছেন এই ওপেনার। দীর্ঘদিন টেস্ট দলের বাইরে মায়াঙ্ক। জাতীয় দলে ফেরার মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন। এ মরসুমে চারটি ম্যাচ খেলে মায়াঙ্ক করেছেন ৪৬০ রান। ব্যাটিং গড় প্রায় ৪৫-এর কাছাকাছি। রঞ্জি ট্রফির ২০২২-২৩ মরসুমে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন মায়াঙ্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন মায়াঙ্ক আগরওয়াল। 

রঞ্জির পর আইপিএল খেলতে নামবেন তিনি। তাই ভক্তদের কামনা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরত আসুন মায়াঙ্ক।  

Read more!
Advertisement
Advertisement