Advertisement

Mitchell Starc: আগের মরসুমে পেয়েছিলেন রেকর্ড সাড়ে ২৪ কোটি, এবারে স্টার্কের বেস প্রাইস কত?

সৌদি আরবের জেদ্দায় ২৪ এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫-এর (IPL 2025) মেগা নিলাম। এর জন্য ১৫৭৪ জন খেলোয়াড়ের তালিকা বাদ গিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। দর মারাত্মক কমে গিয়েছে গত মরসুমে সবচেয়ে বেশি টাকা পাওয়া মিশেল স্টার্ক (Mitchell Starc)। গত মরসুমে তাঁকে দলে নিতে ২৪.৫০ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এবার তাঁকে আর রিটেন করেনি কেকেআর।  

মিচেল স্টার্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2024,
  • अपडेटेड 6:13 PM IST

সৌদি আরবের জেদ্দায় ২৪ এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫-এর (IPL 2025) মেগা নিলাম। এর জন্য ১৫৭৪ জন খেলোয়াড়ের তালিকা বাদ গিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। দর মারাত্মক কমে গিয়েছে গত মরসুমে সবচেয়ে বেশি টাকা পাওয়া মিশেল স্টার্ক (Mitchell Starc)। গত মরসুমে তাঁকে দলে নিতে ২৪.৫০ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এবার তাঁকে আর রিটেন করেনি কেকেআর।   
 

২ কোটি টাকা বেস প্রাইস কাদের?
ঋষভ পান্ত, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার নিজেদেরকে ২ কোটি টাকা বেস প্রাইস দিয়ে তালিকাভুক্ত করেছেন। রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালকে রাজস্থান রয়্যালস ছেড়ে দেওয়ায় তারা সবাই নিজেদেরকে ২ কোটি টাকায় তালিকাভুক্ত করেছেন। মনে রাখতে হবে পন্ত, রাহুল এবং আইয়ার যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। কিন্তু এবার তাদের আর ধরে রাখা হয়নি। 
 

মাত্র ২ কোটি টাকা বেস প্রাইস স্টার্কের
মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ২০২৪ সালে কেকেআর তাকে ২৪.৫০ কোটি টাকায় কিনেছিল। তিনি এবার ২ কোটি টাকায় নেমে এসেছেন। ইংল্যান্ডের জোফরা আর্চারও একই বেস প্রাইসের তালিকায় রয়েছেন, তিনি ২০২৩ সাল থেকে আইপিএলে খেলেননি, তাকে শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র পাঁচটি ম্যাচে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি মহম্মদ শামিও ২ কোটি টাকা বেস প্রাইসে নিজের নাম নথিভুক্ত করেছেন। চোটের কারণে গত বছরের নভেম্বরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে কোনো ক্রিকেট খেলেননি, তাকেও গুজরাত টাইটানস  এবার তাঁকে ধরে রাখেনি।
 

কোন দলের কাছে কত টাকা থাকছে? 
প্রতিটি আইপিএল দলের পার্সে ছিল ১২০ কোটি টাকা। তবে রিটেনশনের পরে, তা কমে গিয়েছে। পঞ্জাব কিংসের কাছে মেগা নিলামে ব্যয় করার জন্য সবচেয়ে বেশি টাকা রয়েছে। সেই টাকার পরিমান ১১০.৫ কোটি টাকা, এরপরে রয়েছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটদের হাতে ৮৩ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের হাতে ৭৩ কোটি টাকা, গুজরাত টাইটান্সের হাতে ৬৯ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের কাছে থাকবে ৬৯ কোটি, চেন্নাই সুপার কিংসের কাছে ৫৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্সের পার্সেও আছে ৫১ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ৪৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দ্রাবাদ খরচ করতে পারবে ৪৫ কোটি টাকা, রাজস্থান রয়‍্যালসের পার্সে আছে ৪১ কোটি টাকা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement