Advertisement

ICC World Cup 2023: প্যালস্তাইনের সমর্থন পাক ব্যাটারের, গাজা-কে সেঞ্চুরি উৎসর্গ রিজওয়ানের

চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। 'ইজরায়েল ও হামাস'-এর যুদ্ধে বিপর্যস্ত দুই দেশ। ভারতে চলছে বিশ্বকাপের ম্যাচ। মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান।

পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান (ছবি: গেটি)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2023,
  • अपडेटेड 8:46 AM IST
  • চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩
  • মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান
  • এই ম্যাচের পর বুধবার, ১১ অক্টোবর রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট শেয়ার করেন।

Mohammad Rizwan on Gaza Strip: চলছে বিশ্বকাপ ২০২৩। ভারতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। 'ইজরায়েল ও হামাস'-এর যুদ্ধে দুই দেশেরই পরিস্থিতি উদ্বেগজনক। গাজার সমর্থনে নিজের সেঞ্চুরি উৎসর্গ করেন ব্যাটার মহম্মদ রিজওয়ান।

এই ম্যাচে পাকিস্তানি তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিক দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে শফিক খেলেছেন ১১৩ রানের দুর্দান্ত সেঞ্চুরি ইনিংস।

রিজওয়ানের সেঞ্চুরি উৎসর্গ করেন গাজার মানুষদের
এই ম্যাচের পর বুধবার, ১১ অক্টোবর রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট শেয়ার করেন। সেখানে গাজার কথা স্মরণ করে বিশ্বকাপের মাঝখানে 'ইজরায়েল-হামাস' লড়াইয়ের কথা তুলে ধরেন। রিজওয়ান তার সেঞ্চুরি উৎসর্গ করেছেন গাজার মানুষের জন্য।

এক্স-হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে রিজওয়ান লেখেন, 'এই (সেঞ্চুরি) আমাদের গাজার ভাই-বোনদের জন্য। এই জয়ে অবদান রাখতে পেরে খুব খুশি। এর কৃতিত্ব পুরো দল এবং বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলীর।'

প্রসঙ্গত, হামাস যোদ্ধারা গত সপ্তাহে ইজরায়েলে হামলা চালায়, যাতে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর ইজরায়েলও পাল্টা হামলা চালায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement