
সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করেছেন মহম্মদ শামি। তবে নিশ্চিতভাবেই এখানে থামতে চান না বাংলার এই তারকা পেসার। ভারতীয় দলের দরজা তাঁর সামনে খুলবে কিনা তা নিয়ে বিতর্কের মাঝেই অন্য সংকল্প শামির। দীর্ঘদিনের অধরা রঞ্জি ট্রফি বাংলার হাতে তুলে দিতে শেষ অবধি চেষ্টা চালিয়ে যাওয়ার কথাই শোনা গেল শামির কথায়।
২০২৩ বিশ্বকাপের সর্বাধিক উইকেট তুলে নেওয়া তারকা বলছেন, 'আলাদা করে প্রেরণার প্রয়োজন নেই ৷ আগে রঞ্জি ট্রফি খেললে ভারতীয় দলে সুযোগ পাওয়া যেত ৷ এখনও রঞ্জি ট্রফি ভারতীয় দলে প্রবেশের অন্যতম প্রতিযোগিতা ৷ রঞ্জি ট্রফিতে খেলার জন্য দক্ষতা, আত্মবিশ্বাস, আত্মত্যাগ এখনও আগের মতোই রয়েছে ৷ রাজ্য দলের জন্য যা যা করা দরকার, সবই আমি করব।'
বাংলা দলের কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন শামি। ট্রফি খরা মেটানোর চেষ্টা তিনি করে যাবেন। শামি বলেন, 'আমরা প্রত্যেক ম্যাচে নিজেদের ১০০% উজাড় করে দিই ৷ ফল নিয়ে ভাবি না ৷ আমাদের যা দল রয়েছে তাতে আমরা তো খেতাবের অন্যতম দাবিদার ৷ এখন শীর্ষে রয়েছি ৷ শুধু ক্রিকেটাররা নন, রাজ্য ক্রিকেট সংস্থাও সবসময় চায় রঞ্জি ট্রফি জিততে ৷ এতদিন হয়ে গিয়েছে আমরা রঞ্জি জিতিনি ৷ ফলে ট্রফি খরা মেটানোর আমরা আপ্রাণ চেষ্টা করব।'
পাশাপাশি ঘরোয়া ক্রিকেট যখন অনেক তারকার কাছে লজ্জার, সেই সময়ই শামি জানালেন, 'নিজের রাজ্যের হয়ে খেলার থেকে তো বড় আর কিছু নেই ৷ বাংলার জার্সিতে অবদান রাখতে পারলে সবসময় খুশি হই ৷' তাঁর কাছে বয়স একটা সংখ্যা মাত্র। ভবিষ্যতের পরিকল্পনা জানাতে গিয়ে জানালেন প্রয়োজনে কাউন্টি ক্রিকেটও খেলবেন। বলেন, 'নিজেকে আরও উন্নত করা ৷ আরও নতুন নতুন লক্ষ্য প্রস্তুত করা ৷ খিদে যতদিন রয়েছে পারফরম্য়ান্স করে যাব ৷ বয়স আমার কাছে সংখ্যা মাত্র ৷ পঁয়ত্রিশ হোক বা ছত্রিশ খেলার খিদেটাই আসল ৷' আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারত নিয়ে আশাবাদী শামি। মনে করেন সূর্যকুমার যাদবের দল ধরে রাখতে পারবে টি২০ বিশ্বকাপ।