আইএসএল-এ (ISL 2024) খেলার যোগ্যতা অর্জন করেই বড় পদক্ষেপ নিতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সূত্রের খবর, সাদা-কালো শিবির ওড়িশা এফসি-র (Odisha FC) স্ট্রাইকার রয় কৃষ্ণাকে (Roy Krishna) সই করাতে চাইছে। ফিজির এই স্ট্রাইকারকে নাকি চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছে মহামেডান। কলকাতায় দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে রয় কৃষ্ণর। ফলে তিনি জানেন কলকাতা ফুটবলের (Kolkata Football) আবেগ। আর সেই কারণেই তাঁকে দলে নেওয়ার কথা ভাবছে মহামেডান।
ভাল ছন্দে রয় কৃষ্ণা
এই মরসুমেই ওড়িশা এফসি-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে রয়ের। পরের মরসুমে তিনি কি ভারতে থাকবেন না চলে যাবেন অস্ট্রেলিয়ায় তা নিয়ে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশ চর্চা হয়েছিল। তবে এরপর জানা যায় তিনি ভারতেই পরের মরসুমে থাকতে পারেন। সেটা হলে তিনি কি মহমেডানে যোগ দেবেন? এর আগে এটিকে মোহনবাগানের হয়ে দারুণ পারফর্ম করেছেন রয়। এবারের আইএসএল-এ ২১ ম্যাচে তাঁর গোলের সংখ্যা ১২। পাশাপাশি একটা অ্যাসিস্টও রয়েছে তাঁর। পাশাপাশি এএফসি কাপেও গোল রয়েছে তাঁর। আট ম্যাচে তাঁর গোল ২টি। সুপার কাপে গোল না পেলেও তাঁর একটা অ্যাসিস্ট রয়েছে।
কত টাকা খরচ হতে পারে মহামেডানের?
রয় কৃষ্ণকে সই করাতে ১ কোটি আশি লক্ষ টাকা খরচ হতে পারে। দুইবার ইন্ডিয়ান সুপার লিগের সেরা স্ট্রাইকার হয়েছেন রয় কৃষ্ণা। ফলে তাঁকে নিয়ে উন্মাদনা যে বাড়বে তা বলাই যায়। তবে এই মরসুমে তাঁর দর কত হবে তা এখনই বলা যাচ্ছে না।
দল ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন মহামেডান কর্তারা। আইএসএল-এ খেলতে নেমে বাজেট দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন বিনিয়গকারি সংস্থা বাঙ্কারহিলের কর্তারা। তবে সেক্ষেত্রে বাড়ছে বাঙ্কারহিলের শেয়ারের পরিমাণও। ৫১ শতাংশ থেকে তা ১০ শতাংশ বেড়ে হচ্ছে ৬১ শতাংশ। এই বাকি ১০ শতাংশ শেয়ার কিছু কো স্পন্সরের মধ্যে ভাগ করা হবে।