Advertisement

Mohammedan Sporting vs Chennaiyin FC: ISL-এর প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে মহমেডান, চেরনিশভের চিন্তা ডিফেন্স

আইএসএলে (ISL 2024) শুরুতেই সকলের মন জয় করে নিয়েছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। প্রথমবার এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমে জয় অধরা থাকলেও, আন্দ্রে চেরনিশভের দল আইএসএল-এ প্রথম জয় তুলে নিতে মরিয়া। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হার ও একটিতে ড্র করলেও দুটি ম্যাচেই দারুণ ফুটবল খেলেছেন কার্লোস ফ্রাঙ্কারা। বৃহস্পতিবার আন্দ্রে চেরনিশভের ছেলেদের সামনে এবার ওয়েন কোলের চেন্নাইয়িন এফসি। যারা এবারের লিগে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে। তাই সতর্ক চেরনিশভ। 

মহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 26 Sep 2024,
  • अपडेटेड 10:57 AM IST

আইএসএলে (ISL 2024) শুরুতেই সকলের মন জয় করে নিয়েছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। প্রথমবার এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমে জয় অধরা থাকলেও, আন্দ্রে চেরনিশভের দল আইএসএল-এ প্রথম জয় তুলে নিতে মরিয়া। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হার ও একটিতে ড্র করলেও দুটি ম্যাচেই দারুণ ফুটবল খেলেছেন কার্লোস ফ্রাঙ্কারা। বৃহস্পতিবার আন্দ্রে চেরনিশভের ছেলেদের সামনে এবার ওয়েন কোলের চেন্নাইয়িন এফসি। যারা এবারের লিগে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে। তাই সতর্ক চেরনিশভ। 

দারুণ কামব্যাক করেছে চেন্নাইয়েন। পিছিয়ে পড়েও ওড়িশার ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে রয় কৃষ্ণদের। শুধু তাই নয়, সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ফারুখ চৌধুরি। বৃহস্পতিবার মহামেডানের বিরুদ্ধে সেই ফারুখ চৌধুরি ফ্যাক্টর হতে পারেন। তাই আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় মহামেডান কোচ চেরনিশভ। বলছেন, 'প্রথম অ্যাওয়ে ম্যাচ আমাদের, নতুন অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে। গত দুই ম্যাচের পারফরম্যান্স, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে ঘরের মাঠ, বাইরের মাঠ, সর্বত্র আমাদের নিজের খেলা খেলতে হবে। নতুন পরিবেশে নামব। তার সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে হবে।' 

এফসি গোয়ার সঙ্গে ড্র করেছে চেরনিশভের ছেলেরা। বারবার সংযুক্তি সময়ে গোল খাওয়া নিয়েও চিন্তিত মহামেডান কোচ। তিনি আরও যোগ করছেন, 'গত দুই ম্যাচেই শেষ মুহূর্তে গোল খেয়েছি আমরা। এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের মনোসংযোগ বজায় রাখতে হবে। আমাদের ফুটবলারদের শারীরিক সক্ষমতা এখনও সেরা জায়গায় পৌঁছায়নি। ফলে এটা হচ্ছে।' চেন্নাইয়ের মাটি থেকে জয় তুলে নিতে শুরুতেই গোল চাইছে মহমেডান। আবার সেই গোল ধরে রাখাও চ্যালেঞ্জ সেটাও মাছে তারা। তবে ভাল ফুটবল খেলেই প্রথম তিন পয়েন্ট পকেটে পুরতে চায় তারা। 

Advertisement

কীভাবে এই ম্যাচ ফ্রিতে দেখবেন?
জিও সিনেমায় এই ম্যাচ সরাসরি দেখা যাবে। টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখতে পাবেন এই ম্যাচ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement