Advertisement

Mohun Bagan Durand Cup: 'আমরাই সেরা...' গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে হুঙ্কার মোহনবাগানের কামিন্সের

ফাইনালে পৌঁছে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ডের শিরোপা দখলের লড়াইয়ে ডার্বির সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে মোহনবাগান সুপার জায়েন্টকে পেরোতে হবে আরও একটা বাধা। তাদের সামনে বৃহস্পতিবার এফসি গোয়া। জিতলেই ফাইনালের টিকিট শুধু নয়, ফের রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ থাকছে জুয়ান ফেরান্দোদের সামনে। এই ম্যাচের আগে নিজেদের দলকে দেশের সেরা বলে হুঙ্কার কামিন্সের।

জেসন কামিন্স ও মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2023,
  • अपडेटेड 9:50 AM IST

ফাইনালে পৌঁছে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ডের শিরোপা দখলের লড়াইয়ে ডার্বির সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে মোহনবাগান সুপার জায়েন্টকে পেরোতে হবে আরও একটা বাধা। তাদের সামনে বৃহস্পতিবার এফসি গোয়া। জিতলেই ফাইনালের টিকিট শুধু নয়, ফের রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ থাকছে জুয়ান ফেরান্দোদের সামনে। এই ম্যাচের আগে নিজেদের দলকে দেশের সেরা বলে হুঙ্কার কামিন্সের।
 

দলে নেই হ্যামিল
গোয়ার বিরুদ্ধেও দলে থাকছেন না ব্রেন্ডন হ্যামিল। গোয়া দলে রয়েছেন গত বছর সবুজ-মেরুনে খেলা কার্ল ম্যাকহিউ। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে চাঙ্গা সবুজ মেরুন শিবির। দলের কোচ জুয়ান ফেরান্দো অবশ্য বলে দিয়েছেন, আমরা আত্মবিশ্বাসী, কিন্তু আত্মতুষ্ট নই। গোয়াকে সমীহ করছে মোহনবাগান। ফেরান্দো বলেন, ‘আমি গোয়ার খেলা দেখেছি। ওদের দলে ম্যাকহিউ (যিনি গতবার সবুজ মেরুন শিবিরে ছিলেন), বরিস, উদান্তা, সন্দেশ, নোয়া রয়েছে। ওদের অস্ত্র হল দৌড়। আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ে খেলা শেষ করে দিতে। তবে টাইব্রেকারে খেলা গেলে সেই ভাবনাও ভেবে রেখেছি।’

সেমিফাইনালের আগে বেশ উত্তেজিত মোহনবাগানের অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্স। খেলার আগেরদিন মিডিয়াকে জানিয়েছেন, ‘আমরাই ভারতের সেরা দল। যে কোনও দলকে আমরা হারানোর ক্ষমতা রাখি। জাতীয় দলের সাত-আটজন সেরা ফুটবলার রয়েছে আমাদের দলে। বিদেশি ফুটবলাররাও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। মুম্বইকে হারিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী। গোয়াকেও আমরা হারিয়ে ফাইনালে যাব।’


কাতার বিশ্বকাপে খেলা তারকা আরও বলেছেন, ‘ডুরান্ড কাপের ফাইনালে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের যাবতীয় লক্ষ্য সেদিকেই। আইএসএল বা এএফসি কাপের আগে প্রস্তুতি টুর্নামেন্টে একটা ট্রফি যদি ঘরে আসে, তাহলে দলের মনোবলও বাড়বে।’
সবুজ মেরুন দলের আক্রমণভাগে সেরা তারকা শেষে বলেন, ‘দলের সমর্থকরা যেভাবে আমার উপরে আস্থা রাখছেন, অনুশীলনে উদীপ্ত করছেন, তাতে গোল করে ওঁদের আনন্দ দেওয়াই লক্ষ্য। ভারতের সেরা ক্লাবে খেলতে এসেছি। দলের নতুন তারকা হতে চাই।’

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement