পরের মরশুমের দলগঠনে ফের চমক দিতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে (Jason Cummings) দলে নিতে মরিয়া সবুজ-মেরুন শিবির। তবে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে দলে নিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে মোহনবাগানকে। ট্রান্সফার মার্কেট অনুসারে কামিন্সের সঙ্গে চুক্তি করতে হলে প্রায় সাড়ে নয় কোটি টাকা খরচ করতে হবে মোহনবাগানকে। পাশাপাশি তাঁর ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে (Central Coast Meriners) ট্রান্সফার ফি বাবদ দিতে হবে আরও তিন কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপার স্ট্রাইকারকে দলে নিতে হলে মোট সাড়ে ১২ কোটি টাকা দিতে হবে মোহনবাগানকে। এত টাকা দিয়ে সঞ্জীব গোয়েঙ্কারা (Sanjiv Goenka) একজন স্ট্রাইকারকে কি সই করাবেন?
কাকে ছাঁটাই করবে মোহনবাগান?
সূত্রের খবর, অজি স্ট্রাইকারের সঙ্গে তাঁর বেতন কমানোর ব্যাপারে কথাবার্তা বলছে মোহনবাগান। তিনি যদি সাড়ে সাত কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকায় রাজি হয়ে যান তবে কামিন্সকেই সই করাবে মোহনবাগান। আইএসএল (ISL 2023) চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন, পরের মরশুমে দুই-এক জোন ফুটবলারকে তাঁরা বদল করতে পারেন। সেই মতো, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলে নেওয়া ফ্রেডরিকো গালেগোকে (Federico Gallego) ছাঁটাই করতে পারে মোহনবাগান। এই মরশুমে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে মোহনবাগানকে। দিমিত্রি পেত্রাতোসকে স্ট্রাইকারের জায়গায় ব্যবহার করা হলেও, এই জায়গায় তিনি অনভ্যস্ত। তবুও এই মরশুমে মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি গোল তাঁর কাছ থেকেই পেয়েছে সবুজ-মেরুন।
আরও পড়ুন: এই মরশুমে বাজেট বাড়ছে ইস্টবেঙ্গলের, মোহনবাগানের থেকে বেশি ?
দারুণ রেকর্ড রয়েছে কামিন্সের
স্ট্রাইকার সমস্যা মিটে গেলে আরও ধারালো হবে দল। তবে গত মরশুমে চমক দিতে পল পোগবার (Paul Pogba) ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়েছিল মোহনবাগান। তিনি ভালো খেলতে পারেননি। তবে এবার অস্ট্রেলিয়ার স্ট্রাইকারকে আনার পরিকল্পনা করছে মোহনবাগান। তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার তাঁর ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ২৫ ম্যাচে ১৭টি গোল করেছেন। পরিসংখ্যান বিচার করলে তাঁকে বেশ সফল বলা যায়। কাতার বিশ্বকাপে পেত্রাতোসের সঙ্গেই দলে ছিলেন কামিন্স।
আরও পড়ুন: 'আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি...' হুঙ্কার মোহনবাগানের হুগোর
এর আগে ইউরো কাপে খেলা জনি কাউকোকে সই করিয়ে চমকে দিয়েছিল মোহনবাগান। আর এবার বিশ্বকাপারকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কর্তারা।