Advertisement

Kolkata League Mohun Bagan: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে টিকে থাকল মোহনবাগান

কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে টিকে রইল মোহনবাগান সুপার জায়েন্ট। পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম্যাচ হারলেই সুপার সিক্স থেকে ছিটকে যেত সবুজ-মেরুন।

মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2023,
  • अपडेटेड 6:29 PM IST

কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে টিকে রইল মোহনবাগান সুপার জায়েন্ট। পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম্যাচ হারলেই সুপার সিক্স থেকে ছিটকে যেত সবুজ-মেরুন।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে পিয়ারলেস অনেক বেশি রক্ষণাত্মক। আস্তে আস্তে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম্যা চের ২২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। ম্যাচের ২২ মিনিটে দুরন্ত গোল করেন রোহেন। ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। এরপর ম্যা চের ২৩ মিনিটে ফের সুযোগ চলে আসে বাগানের সামনে। রানার একটি দুর্দান্ত পাস থেকে শট নেন কিয়ান।তবে পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয় বলটি দুরন্ত সেভ করেন! তা না হলে ২-০ এগিয়ে যেতে পারত মোহনবাগান। এরপর ২৬ মিনিটে ফের সহজ সুযোগ বাগানের সামনে। তবে রোহেন হেডে বলটি ঠিক মতো ধরতে পারেনি। প্রথমার্ধে পিয়ারলেসকে চাপেই রাখে বাগান ব্রিগেড। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে সবুজ-মেরুন। 

ম্যা চের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে মোহনবাগান। ম্যা চের ৪৮ মিনিটে মোহনাবাগান প্রায় গোল করে ফেলেছিল। কিন্তু অল্পের জন্য সহজ সুযোগ নষ্ট করল তারা। ম্যা চের ৫৬ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। কিয়ান পিয়ারলেসের ফুটবলারকে আউট সাইড ডজ দিয়ে একটি শট নিয়েছিলেন। কিন্তু শটে সে ভাবে জোর ছিল না। পাল্টা আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। তবে এরই মধ্যেে আক্রমণে ওঠে মোহনবাগান। ৬৫ মিনিটে টাইসন বাগানের হয়ে আরও একটি সুযোগ পেয়েছিল। কিন্তু দুরন্ত সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। টাইসনের শটটিও তিনি আটকে দিলেন।

তিনকাঠির তলায় দাঁড়িয়ে সঞ্জয় এখনও পর্যন্ত গোলের ব্যবধান বাড়তে দেননি। এদিন ম্যা চে একাধিক সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক। তিনকাঠির তলায় দাঁড়িয়ে দুরন্ত তিনি। এরই মধ্যেট আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। সহজ সুযোগ নষ্ট করে তারা। ম্যা চের ৮৫ মিনিটে মোহনবাগানের কিপারের ভুলে গোল খেয়ে যাচ্ছিল সবুজ-মেরুন। কোনও মতে, আমনদীপ শুয়ে পড়ে বলটি ক্লিয়ার করেন। তবে ফাঁকা গোল পেয়েও পিয়ারলেস যে ভাবে সুযোগ নষ্ট করে।

Advertisement

এদিকে এরপর আক্রমণে গিয়েও গোলের ব্যিবধান বাড়াতে পারেনি মোহনবাগান। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। সঞ্জয় যদি এদিন না থাকতেন, তবে স্কোরলাইন অন্য রকম হতে পারত। ব্যাবধান বাড়িয়ে মাঠ ছাড়ত পারত মোহনবাগান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement