Advertisement

Mohun Bagan Super Giant: মরসুমের প্রথম জয় পেল মোহনবাগান, পিয়ারলেসের হার ১ গোলে

মরসুমের প্রথম জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা লিগে পিয়ারলেসের (Peerless Sports Club) বিরুদ্ধে ১ গোলে জয় পেল সবুজ-মেরুন। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুপুর ৩টেয় মুখোমুখি হয় মোহনবাগান (Mohun Bagan) বনাম পিয়ারলেস (Peerless) ফুটবল দল। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড।

Mohun Bagan, CFL 2024Mohun Bagan, CFL 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2024,
  • अपडेटेड 6:28 PM IST

মরসুমের প্রথম জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা লিগে পিয়ারলেসের (Peerless Sports Club) বিরুদ্ধে ১ গোলে জয় পেল সবুজ-মেরুন। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুপুর ৩টেয় মুখোমুখি হয় মোহনবাগান (Mohun Bagan) বনাম পিয়ারলেস (Peerless) ফুটবল দল। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড।

প্রথম জয় মোহনবাগানের
২২ মিনিটে টংসিং-এর গোলে পিয়ারলেসের বিরুদ্ধে এগিয়ে যায় মোহনবাগান। এবারের কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচে জিততে পারেনি সবুজ মেরুন। উল্টে আবার ডার্বি ম্যাচে হেরে গিয়েছিল তারা। প্রথম দুই ম্যাচে ভবানীপুর ফুটবল দল (Bhawanipore FC) এবং রেনবোর (Rainbow FC) বিরুদ্ধে ড্র করে তারা। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে বড় ম্যাচে ২-১ গোলে হারতে হয় ডেগি কার্ডোজোর দলকে। ফলে, এই ম্যাচটিতে জিততেই হত মোহনবাগানকে। নাহলে লিগের লড়াইতে টিকে থাকাই মুশকিল হয়ে যেত তাদের জন্য।

ভাল খেলেছে পিয়ারলেসও
আর তাই এই ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করেন ফারদিন আলি মোল্লারা। তবে গোটা ম্যাচেই বারবার প্রভাব বিস্তার করার চেষ্টা করে গিয়েছে পিয়ারলেস। তবে মোহনবাগানের হয়ে যেমন সৌরভ ভানওয়ালা এবং সায়ন দাসরা ক্রমাগত আক্রমণ তুলে আনেন পিয়ারলেস পেনাল্টি বক্সে। একইভাবে পিয়ারলেসের হয়ে ওভারকাইন্ডনেস, অমরনাথ বাস্কে এবং সুব্রত ঘোষরাও বেশ জোরালো প্রতি আক্রমণে উঠে আসেন। বিশেষ করে খেলার শেষদিকে সমতা ফেরানোর লক্ষ্যে লাগাতার আক্রমণ করতে করতে থাকে।

দারুণ গোল টংসিং-এর
তবে দুই দলই একাধিক আক্রমণ তুলে আনলেও, ম্যাচে একটিমাত্রই গোল হয়েছে। খেলার ২৩ মিনিটে, মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন টংসিন। দূর থেকে তাঁর করা শট সোজা গোলে ঢুকে যায়। কোনও পিয়ারলেস ডিফেন্ডার তাঁকে ক্লোজ করেননি। এছাড়া আর কোনও গোল হয়নি এই ম্যাচে। শেষপর্যন্ত, পিয়ারলেস ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগে নিজেদের প্রথম জয় পেল মোহনবাগান।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement