ডুরান্ড কাপ (Durand Cup 2024) থেকে আগেই ছিটকে গিয়েছে মহমেডান (Mohammedan Sporting)। এরপর কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গলও (East Bengal)। কলকাতা থেকে ডুরান্ডের শেষ ব্যাটন রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) হাতে। গতবারের চ্যাম্পিয়নদের কাছে চ্যালেঞ্জ এবার ট্রফি ধরে রাখা। এই পরিস্থিতিতে এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)।
পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। যেটা হচ্ছে চোট আঘাতের। কোচ হোসে মোলিনা (Jose Molina) পুরো দল পাচ্ছেন না। এটা তাঁর কাছে একটা চ্যালেঞ্জের। তবে ম্যাচের আগে তিনি আত্মবিশ্বাসী। তিনি শুধু নিজেদের খেলার দিকে নজর দিতে চান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোসে মলিনা জানালেন এই ধরনের ম্যাচগুলো সবসময় চ্যালেঞ্জের হয়। তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচ খেলা সহজ নয়। এক একটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। ওরাও অনেকগুলো ম্যাচ খেলেছে এবং ওরা ভালো দল। আশা করছি ম্যাচটা ভালো হবে।‘ জামশেদপুরে খেলতে গিয়ে অবশ্য খুব একটা ভালো সময় যায়নি মোহনবাগানের। তারা বাসে করে জামশেদপুরে গিয়েছে খেলতে এবং সেখানে গিয়ে তারা হোটেলের সমস্যায় ভুগেছে।
হোসে মোলিনা জানান, জেমি ম্যাকলারেন দলে নেই। গ্লেন মার্টিন শেষ চারদিন অনুশীলন করেননি। ও খেলবে না। আশিক কুরুনিয়ান খেলতে পারবে না। গোলকিপার ধীরাজ সিংকে নেওয়া হয়নি। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সের সহ্গে রয়েছেন মনবীর সিং, লিস্টন কোলাসো। ডিফেন্সে ভরসা হচ্ছেন টম আলড্রেড।
পরিকল্পনা কী?
খোসে মলিনা বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের খেলাটা খেলা। ম্যাচের নিয়ন্ত্রণ করা। আক্রমণ করা, ডিফেন্স করা। তবে একজন প্লেয়ারকে নিয়ে ভাবছি না। আমরা পুরো দলকে নিয়ে ভাবছি। আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রাখতে হবে।‘ পঞ্জাবকে পরাস্ত করতে পারলেই মোহনবাগান চলে যাবে সেমিফাইনালে। আর সেখানে খেলতে পারেন জেমি ম্যাকলারেন।