Advertisement

Mohun Bagan Super Giant: চ্যাম্পিয়ন হয়েও শিল্ড হাতে পেলেন না মোহনবাগান ফুটবলাররাই, কেন?

লিগ শিল্ড জেতার পরেও ট্রফি নিয়ে সেই উচ্ছ্বাস নেই মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। অনেক মোহনবাগান সমর্থককেও দেখা গেল সাধারণ সেলিব্রেশন করেই বাড়ির পথ ধরতে। ফ্যানরা যদিও বলছেন জেতাটা প্রায় অভ্যাসে পরিনত করে ফেলায় এ পরিস্থিতি তাদের কাছে নতুন নয়। তবে যাদের পরিশ্রমে বাংলায় প্রথম আইএসএল লিগ শিল্ড এল তাঁরাও এত শান্ত কেন? ফুটবলারদের নিয়ে হুডখলা গাড়িতে শোভাযাত্রা হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু তা হয়নি সোমবার যুবভারতীতে। বাইপাসের ধারে টিম হোটেলে ঢোকেনি লিগ শিল্ড ট্রফিও। 

জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতসজেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2024,
  • अपडेटेड 4:07 PM IST

লিগ শিল্ড জেতার পরেও ট্রফি নিয়ে সেই উচ্ছ্বাস নেই মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। অনেক মোহনবাগান সমর্থককেও দেখা গেল সাধারণ সেলিব্রেশন করেই বাড়ির পথ ধরতে। ফ্যানরা যদিও বলছেন জেতাটা প্রায় অভ্যাসে পরিনত করে ফেলায় এ পরিস্থিতি তাদের কাছে নতুন নয়। তবে যাদের পরিশ্রমে বাংলায় প্রথম আইএসএল লিগ শিল্ড এল তাঁরাও এত শান্ত কেন? ফুটবলারদের নিয়ে হুডখলা গাড়িতে শোভাযাত্রা হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু তা হয়নি সোমবার। বাইপাসের ধারে টিম হোটেলে ঢোকেনি লিগ শিল্ড ট্রফিও। 

কেন লিগ শিল্ড ট্রফি হাতে পেলেন না ফুটবলাররা
লিগ পর্বের ম্যাচ শেষ হলেও, মোহনবাগানের মরসুম এখনও শেষ হয়নি। প্লে অফের ম্যাচ খেলতে হবে তাদের। সেই কারণেই মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা চাইছেন না বাড়তি সেলিব্রেশন করে আইএসএল ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার দিকে মন দিতে। তা হলে একসঙ্গে দু'টো রেকর্ড গড়া হয়ে যাবে আন্তনিও লোপেজ হাবাসের ছেলেদের। প্রথমত, ব্যাক টু ব্যাক আইএসএল ফাইনাল জেতা। আর পাশাপাশি প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ড ও ফাইনাল জেতার হাতছানি মনবীর সিং, শুভাশিস বসুদের সামনে। সোমবার যদিও আরও একটা রেকর্ড গড়ে ফেলেছে সবুজ-মেরুন। বাংলার প্রথম ক্লাব হিসেবে জিতেছে লিগ শিল্ড।    

হোটেলে গিয়ে শ্যাম্পেন ছিটিয়ে আর কেক কেটে সাদামাটা উদযাপন। ব্যাস এটুকুই। মোহনবাগান দলের প্রায় সকলে উপস্থিত ছিলেন সেখানে। তবে এবার ফের খেলায় মন দিতে চান তাঁরা। ২৩ তারিখে পরের ম্যাচ খেলতে নামবেন জেসন কামিন্সরা। কিছুটা দিন সময় পাওয়াতে লাভ হবে মোহনবাগানের। তবে তাদের প্রতিপক্ষ কারা তা এখনও জানা যায়নি। প্লে অফের প্রথম ম্যাচের পরেই যা জানা যাবে। ওড়িশা ও কেরলের মধ্যে কোনও দলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। সেটা অ্যাওয়ে ম্যাচ হলেও, পরের লেগে ২৮ এপ্রিল ম্যাচ ঘরের মাঠে।  

২৩ শে এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১ বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়ী

Advertisement

 ২৮ শে এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী – (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
 

Read more!
Advertisement
Advertisement