Advertisement

CFL 2023 Mohun Bagan vs Diamond Harbor FC: অভিষেকের দলের বিরুদ্ধে নামছে মোহনবাগান, কোন অঙ্কে সুপার ৬-এ যাবে সবুজ-মেরুন?

কল্যাণী স্টেডিয়ামে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। গত ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হওয়ায়, কিছুটা হতাশ সবুজ-মেরুন শিবির। তবে এই ম্যাচে হেরে গেলেও সুপার সিক্সে পৌঁছে যাবে মোহনবাগান।

মোহনবাগান দল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়মোহনবাগান দল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2023,
  • अपडेटेड 11:24 AM IST

কল্যাণী স্টেডিয়ামে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। গত ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হওয়ায়, কিছুটা হতাশ সবুজ-মেরুন শিবির। তবে এই ম্যাচে হেরে গেলেও সুপার সিক্সে পৌঁছে যাবে মোহনবাগান।


১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে মহমেডান। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের সংগ্রহে ২৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে মোহনবাগান। সমস্যা হচ্ছে চতুর্থ স্থানে থাকা কালীঘাট মিলন সংঘের সংগ্রহেও ২৪ পয়েন্ট। তবে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। তবে গোল পার্থক্যে কালীঘাটের (+১৩) চেয়ে এগিয়ে রয়েছে মোহনবাগান (+১৮)। তাই রবিবার হারলেও সুপার সিক্সে পৌঁছে যাবে সবুজ-মেরুন বাহিনী। হারের ব্যবধান যদি ৬ গোলের হয়, তা হলেই বিপদ। সুপার সিক্সে খেলার আশা শেষ হয়ে যাবে ১৩২তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়নদের। 


এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে যাওয়া সুহেল ভাট, লালরিনলিয়ানা হামতে, আরশ আনোয়াররা দলে ফিরে এসেছেন। ফলে পূর্ণ শক্তি নিয়েই ঝাঁপাবে মোহনবাগান। তবে শুধুই সুপার সিক্সে পৌঁছানো নয়, পয়েন্ট বাড়িয়েও নিতে চাইবে মোহনবাগান। কারণ, সুপার সিক্সে এই পয়েন্ট যোগ হবে। ২৪ পয়েন্টের সঙ্গে আরও ৩ পয়েন্ট যোগ করতে নামছে বাস্তব রায়ের ছেলেরা। তবে ডাগ আউটে আজ বাস্তব থাকবেন না কার্ড সমস্যার জন্য। 

আরও পড়ুন


বাস্তব যদিও তা নিয়ে ভাবছেন না। বললেন, ‘নির্বাসনের কারণে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচে আমি রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারব না। কিন্তু আমার সহকারী বিশ্বজিৎ ঘোষাল ও অভ্র মণ্ডল তো রয়েছে। ওরাও যথেষ্ট অভিজ্ঞ। তা ছাড়া অনূর্ধ-২৩ জাতীয় দলের হয়ে খেলে সুহেল, হামতে, আরশ ফিরে এসেছে। ওদের পাওয়া যাবে।’ 


 ২০১৯-’২০ মরশুমে মোহনবাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনার ডায়মন্ড হারবার যে তাঁকে ভাবাচ্ছে, গোপন করেননি সবুজ-মেরুনের কোচ। বললেন, ‘ডায়মন্ড হারবার শক্তিশালী দল। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। ওদের লক্ষ্য থাকবে আমাদের হারিয়ে খেতাবি দৌড়ে ভাল জায়গায় থাকা। আশা করছি, উপভোগ্য ম্যাচ হবে।’

Advertisement
Read more!
Advertisement
Advertisement