Advertisement

Mohun Bagan Super Giant: কোয়ার্টার ফাইনালের আগে ছন্দে পেত্রাতোস, চাপ কাটাতে যা করল মোহনবাগান

মঙ্গলবারই মহড়া সেরে রেখেছেন মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ জোসে মোলিনা (Jose Molina)। বুধবার কলকাতা ছাড়ার আগে সকালে ফুটবলারদের মেন্টাল রিল্যাক্সেশানে জোর দিলেন স্প্যানিশ কোচ। শুক্রবার জামশেদপুরে, ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির (Punjab FC) মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। 

mohun bagan super giant dimitri petratosmohun bagan super giant dimitri petratos
Aajtak Bangla
  • জামশেদ,
  • 22 Aug 2024,
  • अपडेटेड 3:24 PM IST

মঙ্গলবারই মহড়া সেরে রেখেছেন মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ জোসে মোলিনা (Jose Molina)। বুধবার কলকাতা ছাড়ার আগে সকালে ফুটবলারদের মেন্টাল রিল্যাক্সেশানে জোর দিলেন স্প্যানিশ কোচ। শুক্রবার জামশেদপুরে, ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির (Punjab FC) মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। 

দলে আছেন পেত্রাতোস
ইতিমধ্যেই দলের শক্তি বাড়াতে অনুশীলনে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos)। অনুশীলনে পুরনো ছন্দেই পাওয়া যাচ্ছে তাঁকে। বুধবার সকালে একেবারে হালকা মেজাজ অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা। নিজেদের মধ্যে বন্ডিং এবং মন সংযোগ বাড়াতে মজার ছলে অনুশীলন সেরে নেন মোহনবাগান কোচ। সেখানে ছিল ক্রসবার চ্যালেঞ্জ, কর্ণার থেকে সরাসরি বল জালে জড়ানো, দুই প্রান্ত থেকে বল ভাসানো এবং নির্দিষ্ট জায়গা থেকে তা রিসিভ করা সমস্ত কিছুই চলেছে। 
 

অভিনব অনুশীলনে মোহনবাগান
সমস্ত গেমের পয়েন্ট বিচারের দায়িত্ব ছিল সাপোর্ট স্টাফেদের উপর। মোলিনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু খাতায় লিপিবদ্ধ করলেন তারা। কারণ ফান গেম হলেও আজ যে অনুশীলন দেখা গেল, এটাও কিন্তু অনুশীলনেরই একটা অঙ্গ। মোট ২৪ জন ফুটবলারকে চারটি দলে ভাগ করে গেম খেলালেন মোলিনা। হেরে যাওয়া দলকে শাস্তিও পেতে হল। 
 

কলকাতাতেই রয়েছেন জেমি
তবে মোহনবাগান ফুটবলারদের মধ্যে টিম বন্ডিং যে ধীরে ধীরে গড়ে উঠছে তা বলাই যায়। অন্যদিকে, আগেই আমরা জানিয়েছিলাম দলের সঙ্গে জামশেদপুর যাচ্ছেন না জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) । আজ তিনি মাঠের বাইরে বসেই সতীর্থদের মজার মুহুর্ত উপভোগ করলেন। অনুশীলন সেরে বাসে করে টিম হোটেলের দিকে রওনা দেয় গোটা দল। সেখানে লাঞ্চ সেরে জামশেদপুরের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন দিমিত্রি- স্টুয়ার্টরা। এদিন সন্ধ্যা ৭:৩০ টা নাগাদ জামশেদপুর পৌঁছায় মোহনবাগান ব্রিগেড।

আগামীকাল কঠিন ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। আইএসএল-এর এই ক্লাবের বিরুদ্ধে জেতা যে খুব সহজ হবে না তা বলাই বাহুল্য। কারণ, এর আগে সে অর্থে কোনও বড় দলের বিরুদ্ধে খেলেনি মোহনবাগান। যদিও খাতায় কলমে এতটা শক্তিশালী দল নিয়ে জিততে সমস্যা হবে না বলেই মনে করছেন মোহনবাগান সমর্থকরা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement