Advertisement

Mohun Bagan Super Giant: একই দিনে মোহনবাগান vs মুম্বই ও KKR vs LSG, কোন ম্যাচের দিন বদলাবে?

আইপিএল-এর (IPL 2024) পরের পর্বের সূচিও প্রকাশ করে ফেলেছে বিসিসিআই (BCCI)। সেখানে দেখা যাচ্ছে, ১৪ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giants)। আবার সেই দিনই আইএসএল-এর (ISL) ম্যাচ রয়েছে কলকাতায়।

মোহনবাগান ও কেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2024,
  • अपडेटेड 2:56 PM IST
  • কোনদিন হবে মোহনবাগানের ম্যাচ?
  • KKR vs LSG ম্যাচও ১৪ এপ্রিল

আইপিএল-এর (IPL 2024) পরের পর্বের সূচিও প্রকাশ করে ফেলেছে বিসিসিআই (BCCI)। সেখানে দেখা যাচ্ছে, ১৪ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giants)। আবার সেই দিনই আইএসএল-এর (ISL) ম্যাচ রয়েছে কলকাতায়। লিগ শিল্ড জেতার কাছাকাছি থাকা দুই দল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। একই দিনে দুই হাইভোল্টেজ ম্যাচ। নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না? সেক্ষেত্রে কলকাতায় দুই ম্যাচ করা কি সম্ভব? তা নিয়েই শুরু হয়েছে জটিলতা।

কী হতে পারে?
সূত্রের খবর, আইএসএল ম্যাচ পিছিয়ে যেতে পারে আরও একটা দিন। কারণ, মোহনবাগান বনাম মুম্বই (Mohun Bagan vs Mombai City FC) ম্যাচের উপর নির্ভর করবে লিগ শিল্ড কে জিতবে। ফলে আইপিএল-এর ম্যাচের সঙ্গেই সেই ম্যাচ হলে আইএসএল-এর টিআরপি পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। পাশাপাশি দু'টি দলই সুপার জায়েন্টের। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথায়, আইএসএল থেকে সম্প্রচারের টাকা পাওয়া না গেলেও, আইপিএল থেকে পাওয়া যায়। তাই সেখানে ভাগ বসুক তা চাইবেন না সঞ্জীব গোয়েঙ্কারা। তাই ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের দিন নয়, মোহনবাগানের ম্যাচের দিন পরিবর্তন করতে চাইছেন তাঁরা। 

এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আন্তোনিও লোপেজ হাবাসের দল। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১। মোহনবাগান-মুম্বই ম্যাচ হওয়ার কথা বিকেল পাঁচটায়। ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটেয়। দেড় ঘণ্টার মধ্যে আইএসএল-এর ম্যাচ শেষ হবে না। ফলে শহর জুড়ে ব্যাপক যানজটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ডার্বি নিয়েও এমন পরিস্থিতি হয়েছিল। সেবার যদিও উল্টোদিকে কোনও ম্যাচ ছিল না। ছিল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তবে তার জেরে বদলে যায়নি ম্যাচের দিন। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়েছে রাত সাড়ে আটটায়। তবে এবার বদলে যেতে পারে ম্যাচের দিনও। এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

যদিও মোহনবাগান সুপার জায়েন্ট কর্তাদের কথায়, 'এখনও সময় রয়েছে। দেখা যাক কী হয়। পরে আমরা আইএসএল-এর সঙ্গে কথা বলে দেখব। আশা করব ওনারা ১৫ এপ্রিল ম্যাচ হলে তা মেনে নেবেন।'        

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement