Advertisement

Mohun Bagan: 'আশিকের চোটকে গুরুত্বই দেওয়া হয়নি', এশিয়ান গেমসে ফুটবলার ছাড়বে মোহনবাগান?

কিংস কাপে খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গেল তারকা ফুটবলার আশিক ক্রুনিয়ানের। এই ঘটনায় বিরাট ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। এশিয়ান গেলসের জন্য ফুটবলার ছাড়তে নারাজ তাঁরা। ফলে ঠাণ্ডা লড়াইও শুরু হয়ে গেল সবুজ-মেরুন শিবির ও এআইএফএফ-এর মধ্যে।

মোহনবাগানের আশিক ক্রুনিয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 9:02 AM IST
  • চোট পেয়েছেন আশিক
  • গুরুত্ব দেওয়া হয়নি দাবি মোহনবাগানের

কিংস কাপে খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গেল তারকা ফুটবলার আশিক ক্রুনিয়ানের। এই ঘটনায় বিরাট ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। এশিয়ান গেলসের জন্য ফুটবলার ছাড়তে নারাজ তাঁরা। ফলে ঠাণ্ডা লড়াইও শুরু হয়ে গেল সবুজ-মেরুন শিবির ও এআইএফএফ-এর মধ্যে।


মোহনবাগান কর্তাদের অভিযোগ, আশিকের চোটকে গুরুত্ব দিয়ে দেখাইনি ফেডারেশন। সূত্রের খবর, চোট পাওয়ার পরেও পাঁচদিন ধরে চিকিৎসা হয়নি ভারতীয় দলের এই ডিফেন্ডারের। জাতীয় দলের ফিজিও-র ওপর দারুণ ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, এমআরআই করার ক্ষেত্রেও বেশি সময় নেওয়া হয়েছে। তাদের দাবি এমআরআই আগে করানো হলে, ফিজিওথেরাপি শুরু করে দেওয়া যেত। ফলে তাঁরা এশিয়ান গেমসে ফুটবলার ছাড়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেই জানিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। শুধু তাই নয়, আশিকের চোট সারতে সময় লাগলে ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে মোহনবাগান। 
 

ক্ষতিপূরণ চাইবে মোহনবাগান
এশিয়ান গেমসে ২২ জনের দলে রয়েছেন মোহনবাগানের লিস্টন কোলাসো ও আশিস রাই। সামনেই আইএসএল। তার আগে ফুটবলার ছাড়া নিয়ে দ্বিধায় বিভিন্ন আইএসএল দল। মোহনবাগানের পাশাপাশি বেঙ্গালুরু এফসি-ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে ছাড়তে চাইছে না। যদিও ফেডারেশন অনেক আগেই ফুটবলারধের ছাড়ার আবেদন করেছিল। তবুও তাতে কাজ হচ্ছে না। আশিস রাইদের ছাড়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না। আশিকের চোটের পর এ নিয়ে আপত্তি তুলতে চলেছে মোহনবাগান। 


১৯ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেদিনই এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ভারতের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর বাংলাদেশের। ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের। অন্যদিকে ২৩ সেপ্টেম্বর আইএসএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। এর আগে কোনও ফুটবলার চোট পেয়ে গেলে সমস্যা বাড়বে জুয়ান ফেরান্দোর। সেই জন্যই এশিয়া গেমসে ফুটবলার ছাড়া নিয়ে আপত্তির কথা জানাচ্ছে মোহনবাগান।     
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement